8.1 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

ম্যান সিটির আশা গুঁড়িয়ে ফাইনালে রিয়াল

ম্যান সিটির আশা গুঁড়িয়ে ফাইনালে রিয়াল - the Bengali Times
ছবি সংগৃহীত

যে ম্যাচে নিশ্চিত বিদায় জেনে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন স্বাগতিক সমর্থকরা সেই ম্যাচেই বড় জয় নিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর শেষ মুহূর্তে পরপর দুই মিনিটে দুই গোলে খেলা গড়ালো অতিরিক্ত সময়ে। সেখানে গোল করলেন বেনজেমা। আর এতেই ম্যানচেস্টার সিটির আশা গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো রিয়াল।

বুধবার (৪ মে) রাতে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ৮৯ মিনিট পর্যন্তও ১-০ গোল, এমন সময় অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে রিয়াল ম্যাচ জিতে নেয় ৩-১ গোলে। ৬-৫ গোলে এগিয়ে থেকে নিশ্চিত করে ফাইনালের টিকেট।

- Advertisement -

শুরুর দিকেই এগিয়ে থাকতে পারতো রিয়াল। তবে দানি কার্ভাহেলের উঁচু ক্রসে করিম বেনজেমা হেড নিলে তা চলে যায় বারের ওপরে। এরপর ১২ মিনিটে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি।

এরপর টানা বেশ কয়েকটি আক্রমণ করে সিটি। কেভিন ডি ব্রুইন, বানার্দো সিলভা, গ্যাব্রিয়েল হেসুসরা গোল বানাতে পারেননি। ৩৯ মিনিটে ফিল ফোডেনের অনেক দূর থেকে নেওয়া জোরালো শটে সিটি এগিয়ে যেতে পারতো। তবে ঝাঁপিয়ে পড়ে তা নস্যাৎ করেন রিয়াল গোলরক্ষক কর্তোয়া।

দ্বিতীয়ার্ধেও চলতে থাকে আক্রমণ পাল্টা আক্রমণ। অবশেষে ৭৩ মিনিটের মাথায় গোল করে সিটি। বার্নাদো সিলভা বল বক্সের মধ্যে নিয়ন্ত্রণ হারালেও সেটা পেয়ে যান ডানদিকে ছুটে যাওয়া রিয়াদ মাহরেজ। চোখের পলকে তা জালে জড়িয়ে দেন তিনি।

ম্যাচের তখন ৮৯ মিনিট। সিটির জয় যখন সময়ের ব্যাপার, এমন মুহূর্তে ১ মিনিটের মধ্যে দুই গোল করে রিয়ালকে অবিশ্বাস্যভাবে লড়াইয়ে ফেরান রদ্রিগো।

দুই লেগ মিলিয়ে দুই দলের সমান গোল হওয়ায় ২-১ গোল এগিয়ে থাকার পরও খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে বেনজেমা পেনাল্টিতে রিয়ালকে ফাইনালে তোলা গোলটি করেন বেনজেমা।

আগামী ২৯ মে শিরোপা লড়াইয়ে লিভারপুলের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল। ২০১৮ সালে শেষবারের ফাইনালে লিভারপুলকে হারিয়েই উৎসব করেছিল তারা।

- Advertisement -

Related Articles

Latest Articles