2.6 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

০১ মে: ইতিহাসের পাতায় নানা ঘটনা

০১ মে: ইতিহাসের পাতায় নানা ঘটনা - the Bengali Times
ফাইল ছবি

আজ ০১ মে ২০২২, রোববার। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এই দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সে সব ইতিহাস। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

০১ মে: ইতিহাসের পাতায় নানা ঘটনা
লাইফস্টাইল ডেস্ক

- Advertisement -

ঘটনাবলি:
১৮০১- ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়।
১৮৩৪- যুক্তরাজ্য তার উপনিবেশগুলোতে দাসপ্রথা বাতিল করে।
১৮৪০- যুক্তরাজ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পেছনে আঠাযুক্ত ডাকটিকিট চালু করে, যার নাম পেনি ব্ল্যাক।
১৮৮৫- ব্যবসার জন্য মূল শিকাগো বোর্ড অফ ট্রেড বিল্ডিং খুলে দেওয়া হয়।
১৮৮৪- আট ঘণ্টা কর্মদিবস আদায়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে প্রচারণা শুরু হয়।
১৮৮৬- দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৫০ হাজার শ্রমিকের বিক্ষোভ মিছিল হয়। পুলিশের গুলিতে বহু শ্রমিক আহত হন।
১৮৯০- আন্তর্জাতিক মে দিবস পালন শুরু।
১৯০০- ইউটা’র স্কোফিল্ডে স্কোফিল্ড খনি দুর্ঘটনা সংঘটিত হয় এবং ২০০-এর বেশি মানুষ মারা যায়। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে পঞ্চম বৃহত্তম খনি দুর্ঘটনা।
১৯১৩- বিখ্যাত শিশু পত্রিকা সন্দেশ প্রকাশ হয়।
১৯৪৫- রুশদের বার্লিন দখল। নাৎসি নেতা ও হিটলারের প্রচারমন্ত্রী গোয়েবলসের আত্মহত্যা।
১৯৪৫- যুগোশ্লাভ সামরিক বাহিনী কর্তৃক ত্রিয়েস্ত দখলমুক্ত হয়।
১৯৪৬- অস্ট্রেলীয় আদিবাসীদের ৩ বছর ব্যাপী পিলবারা ধর্মঘট শুরু হয়।
১৯৪৮- গণতান্ত্রিক কোরিয়া প্রজাতন্ত্র (উত্তর কোরিয়া) প্রতিষ্ঠিত হয় এবং দ্বিতীয় কিম-সাং নেতা হিসেবে নির্বাচিত হন।
১৯৬১- কিউবার প্রধানমন্ত্রী ফিদেল কাস্ত্রো কিউবাকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন ও নির্বাচন বাতিল করেন।
১৯৭৮- জাপানের নাওমি উয়েমুরা কুকুর চালিত গাড়িতে করে সর্ব প্রথম মানুষ হিসেবে সম্পূর্ণ এককভাবে উত্তর মেরুতে পৌঁছান।
১৯৯৩- শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রণসিংহে প্রেমাদাসা লিবারেশান টাইগারদের আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।
১৯৯৫- সার্কভুক্ত দেশগুলো সাপটা গঠনের সিদ্ধান্ত নেয়।
১৯৯৭- ব্রিটেনে সাধারণ নির্বাচনে টনি ব্লেয়ারের নেতৃত্বে লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়।
২০০৩- ইরাক আক্রমণ: ‘মিশন অ্যাকমপ্লিশড’ বা ‘অভিযান সম্পন্ন’ নামক বক্তৃতা নামে পরিচিত, মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ. বুশ ইরাকে মার্কিন বাহিনীর মূল যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা করেন।
২০০৯- সুইডেনে সম-লৈঙ্গিক বিবাহ স্বীকৃতি পায়।

জন্ম:
১৮৯৮- সাহিত্যিক-সাংবাদিক মাহবুব-উল-আলমের জন্ম।
১৯১৯- ভারতীয় সঙ্গীতশিল্পী মান্না দে’র জন্ম।
১৯২৫- দার্শনিক অধ্যাপক সরদার ফজলুল করিমের জন্ম।
১৯৩০- সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের জন্ম।
১৯৩১- সাবক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার জন্ম।

মৃত্যু:
১৮৫৯- দেশলাইয়ের উদ্ভাবক ড. জন ওয়াকারের মৃত্যু।
২০০৫- কবি আবু কায়সারের মৃত্যু।

 

- Advertisement -

Related Articles

Latest Articles