16.8 C
Toronto
মঙ্গলবার, মে ২৪, ২০২২

পাড়ার ছেলে নগ্ন করে শরীর দেখত: কঙ্গনা

- Advertisement -
পাড়ার ছেলে নগ্ন করে শরীর দেখত: কঙ্গনা - The Bengali Times
পুরোনো ছবি

ছোটবেলার কিছু ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। ভারতের ওটিটি প্ল্যাটর্ফম এএলটি বালাজিতে ‘লক আপ’ অনুষ্ঠানের সঞ্চালন করছেন তিনি। এই অনুষ্ঠানে তিনি ছোটবেলার অভিজ্ঞতা তুলে ধরেন।

কঙ্গনা বলেন, অভিভাবকরা যতই আগলে রাখুন, এ সমাজে খারাপ স্পর্শ এবং যৌন হয়রানি পেরিয়ে শিশুদের বড় হতে হয়। বোধ হওয়ার আগেই বড়দের যৌন লালসার শিকার হয় অনেক শিশু। যেমনটা হয়েছিলেন তিনি।

- Advertisement -

খারপ স্পর্শ নিয়ে কথা বলতে গিয়ে কঙ্গনা বলেন, তিনি তখন একেবারে ছোট। পাড়ার একটি ছেলে তাকে খারাপভাবে স্পর্শ করেছে। বয়ঃসন্ধির দোরগোড়ায় থাকা ছেলেটি নিজের যৌনতার ধারাপাত নিয়ে মশগুল। ছোট্ট কঙ্গনার শরীর ঘুরিয়ে ফিরিয়ে দেখে তিনি পাঠ নিতে চাইত নিভৃতে।

এই অভিনেত্রী বলেন, তাকে সেই ছেলেটি ডেকে নিয়ে যেত নিজের ঘরে। তারপর জামা খুলে নগ্ন শরীর দেখত। এসবের মর্ম তখন বুঝতে পারেননি অভিনেত্রী। তার বয়সী আরও অনেক ছোট্ট মেয়ের সঙ্গেও একই ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

সূত্র: আনন্দবাজার

 

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles