6.8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

হিনা রব্বানীকে নিয়ে সাবেক মন্ত্রীর ‘অশালীন’ মন্তব্য!

হিনা রব্বানীকে নিয়ে সাবেক মন্ত্রীর ‘অশালীন’ মন্তব্য! - the Bengali Times
হিনা রব্বানি

পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানীকে নিয়ে টুইটারে একটি মন্তব্য করেছেন।

তার সেই মন্তব্যকে অশালীন ও নারী বিদ্বেষী হিসেবে অভিহিত করে এর ব্যাপক সমালোচনা করেছেন টুইটার ব্যবহারকারী ও নেটিজেনরা।

- Advertisement -

হিনা রব্বানী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী হিনার একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে হিনা রব্বানী আল জাজিরার সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে একটি আলোচনায় অংশ নিয়েছেন। সেই আলোচনায় তিনি মেহেদি হাসানের করা প্রশ্নগুলোর উত্তর ঠিক মতো দিতে পারছেন না।

আর এ বিষয়টিকে কটাক্ষ করে ফাওয়াদ চৌধুরী লিখেছেন, যখন আপনি কম আইকিইউ জ্ঞানসম্পন্ন একজন মহিলাকে নিয়োগ (মন্ত্রিত্ব) দেন। যার শুধুমাত্র সুখ্যাতি রয়েছে বারকিন ব্যাগ (দামি ফ্রেঞ্চ ব্যাগ) ও দামি চোখের প্রসাধনীতে। এগুলোই এখন স্বাভাবিক হয়ে যাবে। আশা করি এসব থেকে খুব দ্রুত মুক্তি পাব।

এদিকে ফাওয়াদ চৌধুরী ছিলেন ইমরান খানের সরকারের মন্ত্রী। তিনি ইমরানের দল পিটিআইয়ের সদস্য ছিলেন।

পিটিআইয়ের অনেক সমর্থকই ফাওয়াদ চৌধুরীর সমালোচনা করেছেন। তারা ফাওয়াদ চৌধুরীকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান।

পিটিআইয়ের একজন সমর্থক সমালোচনা করে বলেছেন, আমরা পিপিপির সমর্থক না। তবুও বলব হিনা রব্বানী পাকিস্তানের ইতিহাসে অন্যতম সফল মন্ত্রী ছিলেন।

এদিকে হিনা রব্বানী ২০১১ সালে পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। মাত্র ৩৩ বছর বয়সে তিনি পাকিস্তানের প্রথম নারী মন্ত্রী হয়ে রেকর্ড গড়েছিলেন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles