8.6 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

ওই সময় ঘণ্টার পর ঘণ্টা শুধু কাঁদতাম : সঞ্জয় দত্ত

ওই সময় ঘণ্টার পর ঘণ্টা শুধু কাঁদতাম : সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

বলিউডের ক্যানসারজয়ী অভিনেতাদের একজন সঞ্জয় দত্ত। ২০২০ সালে করোনা মহামারির সময় ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি।

ক্যানসারের কথা জানার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সঞ্জয় দত্ত। স্ত্রী ও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে কষ্ট পেতে থাকেন তিনি।

- Advertisement -

সে সময়ের কথা স্মরণ করে সঞ্জয় দত্ত বলেন, ‘ওই সময় ঘণ্টার পর ঘণ্টা শুধু কাঁদতাম আর ভাবতাম আমার অবর্তমানে আমার স্ত্রী ও সন্তানের কী হবে।

তবে তিনি হেরে যাওয়ার পাত্র নন। মুহূর্তেই নিজের মনোবল শক্ত করেন। শুরু করেন ক্যানসারের সঙ্গে লড়াই। সকল জটিলতা কাটিয়ে তিনি ক্যানসার জয় করেন।

সঞ্জয় ভেবেছিলেন বিদেশে গিয়ে চিকিৎসা করাবেন। কিন্তু ভিসা পাননি। পরে হৃতিক রোশনের বাবা অভিনেতা-প্রযোজক রাকেশ রোশন একজন ভালো ক্যানসার বিশেষজ্ঞের খোঁজ দেন।

সঞ্জয় হেসে বলেন, যখন ডাক্তার তাকে চুল পড়া এবং বমির বিষয়ে সতর্ক করেছিলেন, তখন তিনিও বলেছিলেন ‘মেরেকো কুছ না হোগা (আমার কিছুই হবে না)।’ শুধু তা-ই নয়, প্রত্যেক বার কেমোথেরাপির পরে প্রতিদিন এক ঘণ্টা সাইকেল চালাতেন মুন্নাভাই। তারপর দু-তিন ঘণ্টা ব্যাডমিন্টন খেলতেন।

সূত্র: আনন্দবাজার

- Advertisement -

Related Articles

Latest Articles