2.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

রাশিয়ার আক্রমণে ৪০ লাখের বেশি ইউক্রেনীয় শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ

রাশিয়ার আক্রমণে ৪০ লাখের বেশি ইউক্রেনীয় শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ

রাশিয়া আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের সাড়ে ৭০ লাখ শিশুর মধ্যে ৪০ লাখ ৮০ হাজারের মতো শিশু বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল ইউনিসেফ সোমবার জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছয় সপ্তাহে ইউক্রেনের মোট শিশুর দুই তৃতীয়াংশের কাছাকাছি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

- Advertisement -

জাতিসংঘ আরও জানিয়েছে যে তারা ১৪২ জন তরুণের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছে। তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

সম্প্রতি ইউক্রেন থেকে ফিরে আসা ইউনিসেফের ইমার্জেন্সি প্রোগ্রামের পরিচালক ম্যানুয়েল ফনটেইন বলেন, ইউক্রেনের ৭.৫ মিলিয়ন শিশুর মধ্যে ৪.৮ মিলিয়ন শিশু খুব স্বল্প সময়ের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে। মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা ফনটেইন তার দীর্ঘ ৩১ বছরের কর্মজীবনে এত অল্প সময়ে এ রকম ঘটনা ঘটতে দেখেননি।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে ফনটেইন জানিয়েছেন, আনুমানিক ৩০ লাখের বেশি শিশু তাদের বাড়িতেই রয়ে গেছে এবং তাদের অর্ধেকর কাছাকাছি শিশু পর্যাপ্ত খাবার না পাওয়ার ঝুঁকিতে রয়েছে। মরিপোল ও খেরসন শহরের পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ বলে সতর্ক করেছেন তিনি। এসব শহরে পানি ও স্যানিটেশন ব্যবস্থা নেই বললেই চলে। তা ছাড়া খাদ্য এবং ওষুধের সরবরাহও ব্যাহত হচ্ছে বলে জানান ফনটেইন।

- Advertisement -

Related Articles

Latest Articles