2.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

টিপ বিতর্কের প্রতিবাদে মিথিলা বললেন, পৃথিবীটা তোমার একার নয়

টিপ বিতর্কের প্রতিবাদে মিথিলা বললেন, পৃথিবীটা তোমার একার নয় - the Bengali Times
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা

গত ২ এপ্রিল রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্তের শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার। ওই ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদে ফেটে পড়েন অনেকেই। প্রতিবাদ জানাচ্ছেণ শোবিজ তারকারাও। নিজ নিজ ওয়ালে টিপ পরা ছবি পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন তারা।

সেই প্রতিবাদ জানানোর দলে এবার কলকাতা থেকে যোগ দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তার অভিনীত নতুন ছবি ‘মায়া’র পোস্টার এডিট করে নিজেকে টিপে সাজিয়ে এই প্রতিবাদ জানিয়েছেন তিনি।

- Advertisement -

ছবিটির ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘আমার টিপ নিয়ে কোনও কথা নয়, আমার স্বাধীনতা নিয়ে কোনও কথা নয়, যদি থাকে আমার আগুনে নিশ্চিহ্ন হবার ভয়, পৃথিবীটা তোমার একার নয়!’

দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে বলেন, ‘শাড়ি আর টিপ বাঙালি নারীর প্রিয় সাজ। সেই নিয়ে প্রশ্ন তোলা মানে তার আত্মমর্যাদায় আঘাত করা। যা আমি মেনে নিতে পারছি না।’

ধর্ম ও অসহিষ্ণুতা নিয়ে আক্ষেপ করে এই শিল্পী বলেন, ‘ধর্ম আর অসহিষ্ণুতা বিশ্বকে ক্রমশ গ্রাস করছে। আজ হিজাব, কাল টিপ, পরশু শাড়ি…. নারীর কিছু না কিছু নিয়ে অকারণ বক্তব্য। এটা একে বারেই কাম্য নয়। আমি কী পরব সেটা সম্পূর্ণ আমার বিষয়। আমি কী করব, সেটাও। যিনি বলবেন তাকে আমার রোষের আগুনে পুড়তে হবে।’

এদিকে, ‘মায়া’র পোস্টারে টিপ পরা ছবিতে এসেছে বহু প্রশংসা। আবার কেউ করেছে খারাপ মন্তব্যও। সেই প্রসঙ্গে মিথিলার সপাট জবাব, ‘সে তো অন্য ধর্মের মানুষকে (নির্মাতা সৃজিত মুখার্জি) বিয়ে করার পর থেকেই শুনতে হচ্ছে। এ সব আর গায়ে মাখি না। ভালো থাকাটাই সবচেয়ে জরুরি আমার কাছে। কে কী বলল, কী এসে গেল!’

 

- Advertisement -

Related Articles

Latest Articles