18.2 C
Toronto
সোমবার, মে ২৯, ২০২৩

চলতি মূল্যে ম্যানুফ্যাকচারিং পণ্যের বিক্রি বেড়েছে

চলতি মূল্যে ম্যানুফ্যাকচারিং পণ্যের বিক্রি বেড়েছে - the Bengali Times
ডলারের চলরতি মূল্যে জানুয়ারিতে ম্যানুফ্যাকচারিং পণ্যের বিক্রি দশমিক ৬ শতাংশ বেড়ে ৬ হাজার ৪৮০ কোটি ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা

ডলারের চলরতি মূল্যে জানুয়ারিতে ম্যানুফ্যাকচারিং পণ্যের বিক্রি দশমিক ৬ শতাংশ বেড়ে ৬ হাজার ৪৮০ কোটি ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা। উচ্চ মূল্য পেট্রোলিয়াম ও কয়লা খাতের বিক্রি রেকর্ড উচ্চতায় নিয়ে গেছে। সেই সঙ্গে কাঠের তৈরি সামগ্রির বিক্রিও বেড়েছে।
স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, জানুয়ারিতে পেট্রোলিয়াম ও কয়লাজাত পণ্যের বিক্রি ৬ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭৯০ কোটি ডলারে পৌঁছেছে। পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উচ্চ মূল্য এ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তবে ডলারের স্থির মূল্যে পেট্রোলিয়াম ও কয়লাজাত পণ্যের বিক্রি ১ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে।

এদিকে কাঠের সামগ্রির বিক্রি জানুয়ারিতে ৬ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪১০ কোটি ডলারে পৌঁছেছে। এক্ষেত্রেও সহায়তা করেছে উচ্চ মূল্য। ডলারের স্থির মূল্যেও এই পণ্যের বিক্রির পরিমাণ অপরিবর্তিত রয়েছে।

- Advertisement -

জানুয়ারিতে বেশ কিছু অটো অ্যাসেম্বলি প্লান্ট বন্ধ থাকায় মোটরযানের বিক্রির পরিমাণ ১৭ দশমিক ৫ শতাংশ কমে ৩০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলা ও সেমিকন্ডাক্টর ঘাটতির কারণে উৎপাদন বন্ধ রাখতে হয় এসব প্লান্টকে। এছাড়া মোটরযানের যন্ত্রাংশের বিক্রি ৭ দশমিক ১ শতাংশ কমে ২৩০ কোটি ডলারে নেমে এসেছে।

স্ট্যাটিস্টিকস কানাডার হিসাবে, ডলারের স্থির মূল্যে সার্বিক বিক্রি জানুয়ারিতে ১ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles