11.6 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

পোস্ট সেকেন্ডারি স্কুলে বিনামূল্যে মেন্সট্রুয়াল সামগ্রী সরবরাহের দাবি

পোস্ট সেকেন্ডারি স্কুলে বিনামূল্যে মেন্সট্রুয়াল সামগ্রী সরবরাহের দাবি - the Bengali Times
ছবিইউনিভার্সিটি অব টরন্টো

অন্টারিওর সব পোস্ট সেকেন্ডারি স্কুলে যাতে মেন্সট্রুয়াল সামগ্রী পর্যাপ্ত পরিমাণে থাকে প্রাদেশিক সরকারের প্রতি সেই দাবি জানিয়েছে স্টুডেন্ট ইউনিয়ন ও তরুণদের নিয়ে কাজ করা বিভিন্ন গ্রুপ। এ সংক্রান্ত একটি চিঠি সরকারের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে টরন্টো ইয়ুথ কেবিনেট ও একাধিক স্টুডেন্ট ইউনিয়ন এ বছরের শেষ নাগাদ সব ইউনিভার্সিটি ও কলেজে বিনামূল্যে মেন্সট্রুয়াল সামগ্রী সরবরাহের দাবি জানিয়েছে। তারা বলছে, গত অক্টোবরে এ ব্যাপারে যে অগ্রগতি হয়েছিল তারা চান সেটা যাতে অব্যাহত রাখে প্রদেশ। ওই সময় সরকারের তরফ থেকে প্রদেশের সব স্কুলে মেন্সট্রুয়াল সামগ্রী বিনামূল্যে সরবরাহের ঘোষণা দেওয়া হয়েছিল।

- Advertisement -

চিঠিতে বলা হয়েছে, পোস্ট সেকেন্ডারি স্কুলগুলোতে পিরিয়ড পোভার্টি মারাত্মক এবং পিরিয়ড ব্যবস্থাপনার মতো ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা স্কুলে ও কাজে অনুপস্থিত থাকার ঝুঁকিতে পড়ে। সাশ্রয়ী মেন্সট্রুয়াল সামগ্রী প্রাপ্তিতে বাধার কারণে কেউ যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়।
This article was written by Sohely Ahmed Sweety as part of the Local Journalism Initiative.

- Advertisement -

Related Articles

Latest Articles