6.3 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

২২ সেপ্টেম্বর অন্টারিওতে ভ্যাকসিন সনদ ব্যবস্থা চালু

২২ সেপ্টেম্বর অন্টারিওতে ভ্যাকসিন সনদ ব্যবস্থা চালু
লেজার পরিচালিত সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে

আগামী ২২ সেপ্টেম্বর অন্টারিওতে ভ্যাকসিন সনদ ব্যবস্থা চালু হবে। সম্প্রতি একই পদক্ষেপের কথা ঘোষণা করেছে কুইবেক, ব্রিটিশ কলাম্বিয়া ও ম্যানিটোবা। এদিকে, কুইবেক ও অন্টারিও যে ভ্যাকসিন পাসপোর্ট ব্যবস্থা চালু করতে যাচ্ছে তার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন প্রতি ১০ জনের ৮ জন অর্থাৎ ৮০ শতাংশ কানাডিয়ান। সাম্প্রতিক এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

লেজার পরিচালিত সমীক্ষায় অংশগ্রহণকারী ৫৬ শতাংশ কানাডিয়ান ইনডোরে বিশেষ করে বার, রেস্তোরাঁ, জিম, কনসার্ট হল ও উৎসবে প্রদেশের ভ্যাকসিন পাসপোর্ট চালুর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। এ পদক্ষেপের প্রতি মোটামুটি সমর্থন রয়েছে সমীক্ষায় অংশগ্রহণকারী ২৫ শতাংশ কানাডিয়ানের। তবে ভ্যাকসিন পাসপোর্টের বিরোধিতা করেছেন ৭ শতাংশ কানাডিয়ান। আর কঠোর বিরোধিতা করেছেন সমীক্ষায় অংশগ্রহণকারী ১৩ শতাংশ কানাডিয়ান।

- Advertisement -

অন্টারিও ভ্যাকসিন সনদ ব্যবস্থা চালুর ঘোষণা দেওয়ার প্রাক্কালে ২৭ থেকে ২৯ আগস্ট ১৮ বছরের বেশি বয়সী ১ হাজার ৫৪৪ জন কানাডিয়ানের ওপর সমীক্ষাটি পরিচালনা করে লেজার।

- Advertisement -

Related Articles

Latest Articles