6.8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সিদ্ধান্ত বদলে হঠাৎ দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি সাকিব

সিদ্ধান্ত বদলে হঠাৎ দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি সাকিব - the Bengali Times

মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি চেয়ে বিসিবির কাছে চিঠি লিখেছিলেন সাকিব আল হাসান।

- Advertisement -

এ নিয়ে তুমুল সমালোচনার মাঝেও তার ছুটি মঞ্জুরও করে বিসিবি।

শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয় তাকে।

কিন্তু সেই বার্তার দুদিন পার না হতেই সিদ্ধান্ত বদল করলেন সাকিব নিজেই। জানালেন, দক্ষিণ আফ্রিকা সফরে যেতে প্রস্তুত তিনি। ক্রিকেটে নেজেকে এভেইলেবল বলে ঘোষণা দিলেন এ তারকা অলরাউন্ডার।

শনিবার দুপুরে হঠাৎ করেই মিরপুরে সাকিবের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৈঠক শেষে বেলা সোয়া দুইটার দিকে সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি।

পাপন জানিয়ে দিলেন, আগামীকাল (রোববার) রাতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন সাকিব।

এরইমধ্যে বাংলাদেশ দল তিন ভাগে শুক্রবার দক্ষিণ আফ্রিকায় উড়াল দিয়েছে। গত কাল বেলা ১১টায় প্রথম দলে আট সদস্য এবং রাত ১১টায় ঢাকা ছেড়েছে দ্বিতীয় ভাগের দলটি। আজ সকাল পৌনে ১১টায় যাত্রা করেছে শেষ দল। এই দলে টেস্ট ক্রিকেটাররা আছেন।

এর বাইরেও তিন সদস্যের একটি দল দক্ষিণ আফ্রিকা যাবে। তাদের সঙ্গেই সাকিব যাচ্ছেন সেখানে।

- Advertisement -

Related Articles

Latest Articles