7.3 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

অন্টারিওবাসীকে পুরোপুরি ভ্যাকসিনেটেড স্বীকৃতির দাবি

অন্টারিওবাসীকে পুরোপুরি ভ্যাকসিনেটেড স্বীকৃতির দাবি
স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট

অন্টারিওসহ কিছু প্রদেশ প্রথম ডোজ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহীতাদের দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজার-বায়োএনটেক বা মডার্নার ভ্যাকসিন গ্রহণের সুযোগ দিয়েছে। মিশ্র ভ্যাকসিন গ্রহীতারা যাতে আন্তর্জাতিক ভ্রমণের স্বীকৃতি পান সেটা নিশ্চিত করতে ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অন্টারিও। বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট ও সলিসিটর জেনারেল সিলভিয়া জোন্স রোববার আন্ত:সরকার বিষয়ক মন্ত্রী ডমিনিক লাব্লাঁ ও অন্য ফেডারেল কর্মকর্তাদের চিঠি লিখেছেন। চিঠিতে তারা উল্লেখ করেছেন, মিশ্র ভ্যাকসিনকে যাতে পূর্ণাঙ্গ ভ্যাকসিনেটেড হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয় সেটা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কানাডার সরকারকে কাজ করার আহ্বান জানাচ্ছি।

এ প্রসঙ্গে চিঠিতে বলা হয়েছে, জনগণ একাধিক ভ্যাকসিন ডোজ নিয়ে যে সঠিক কাজটিই করেছেন এবং তারা পুরোপুরি ভ্যাকসিনেটেড সেটার স্বীকৃতি কানাডা ও অন্টারিওর ভ্যাকসিনেশন কর্মসূচির সততা ও বিশ্বাসযোগ্যতার জন্য গুরুত্বপূর্ণ। কানাডা যেহেতু আন্তর্জাতিক সীমান্ত উন্মুক্ত করে দিচ্ছে তাই অন্যান্য দেশও এসব অন্টারিওবাসীকে পুরোপুরি ভ্যাকসিনেটেড বলে স্বীকৃতি দেবে বলে আমরা বিশ্বাস করি। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যুক্তরাষ্ট্রের এফডিএ স্বীকৃতি না দিলেও ভ্যাকসিন পাসপোর্টে এর বৈধতা দেওয়া উচিত। কারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ভ্যাকসিনটি জরুরি প্রয়োগের জন্য তালিকাভূক্ত করেছে।

- Advertisement -

ভ্যাকসিন মিশ্রণের অনুমতি দিতে খুব একটা আগ্রহী নয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইউরোপের অনেক দেশ ভারতের সেরাম ইনস্টিটিউট প্রস্তুতকৃত ভ্যাকসিনের অনুমোদন দেয়নি। স্বাভাবিকভাবেই মিশ্র ভ্যাকসিন গ্রহীতা কানাডিয়ানদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে এর একটা প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। মিশ্র ভ্যাকসিন গ্রহীতাদের না নেওয়ার ঘোষণা দিয়েছে কয়েকটি উড়োজাহাজ পরিবহন সংস্থাও।

ফেডারেল সরকার ভ্রমণ বিধিনিষেধ শিথিল করার পথে হাঁটতে থাকায় কোভিড-১৯ সংক্রমণ থামাতে আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে কিছু বিধিনিষেধের বিষয়টিও রোববারের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles