15.7 C
Toronto
রবিবার, মে ১৯, ২০২৪

পালাননি সুবাহ: জানালেন ফোনে নয়, তাকে পাওয়া যাবে মেসেঞ্জারে

পালাননি সুবাহ: জানালেন ফোনে নয়, তাকে পাওয়া যাবে মেসেঞ্জারে - the Bengali Times
মডেল শাহ হুমায়রা সুবাহ

গায়ক ইলিয়াস হোসেনের সঙ্গে মডেল শাহ হুমায়রা সুবাহর বিয়ে ও পরবর্তী দাম্পত্য কলহ এখন আইন-আদালতে গড়িয়েছে। সুবাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন আলোচিত গায়ক ও তার স্বামী ইলিয়াস হোসাইন। মামলার পর সুবাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি পুলিশ। মামলার পর থেকে এই নায়িকা মোবাইল বন্ধ করে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই মডেল ও নবাগত নায়িকা। জানালেন, তিনি পালাননি। সাময়িক অসুবিধার কারণে ফোন বন্ধ করে রাখলেও তাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সুবাহ লিখেন, ‘‘গেল ২ দিন আমাকে নিয়ে বেশ কিছু গণমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছে, যে আমি ইলিয়াসের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে যে কোন সময় গ্রেপ্তার হতে পারি। এ ছাড়া আমার মোবাইল ফোন বন্ধ বা আমাকে ফোনে পাওয়া যাচ্ছে না বলেও বলা হয়েছে খবরগুলোতে।……..আমার যে খবরটি প্রকাশিত হয়েছে সে প্রসঙ্গে বলছি, আমার বিরুদ্ধে যে মামলাটি ইলিয়াস করেছে তা সম্পূর্ণ হয়রানিমূলক। আমাকে নাজেহাল করার জন্যই এসব মামলা করা হচ্ছে। যেন আমি মিডিয়াতে কাজ না করতে পারি। আমার সম্মানহানি হয়।’

- Advertisement -

ইলিয়াস কি কারণে ক্ষতি করার চেষ্টা করছে সে বিষয়ে জানিয়ে সুবাহ লিখেন, ‘এ মাসেই আমার অভিনীত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। মূলত ইলিয়াস আমার সিনেমা রিলিজের বিষয়টি জানার পর থেকেই ক্ষতি করার চেষ্টা করছে। সে আমার ক্যারিয়ার ধ্বংসের খেলায় মেতেছে। আমি যেন সামাজিক মানসিকভাবে ভেঙে পড়ি এবং ক্ষতিগ্রস্ত হই এটাই তার চাওয়া। আর আমার দেশের আইনের প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। সে কারণেই আমার প্রতি যে অন্যায়, ক্ষতি ইলিয়াস করেছে তার সুবিচারের জন্য আমি নিজেই আইনের দ্বারস্থ হয়েছি এবং আমার করা মামলা দুটির নিয়মিত কার্যক্রমও চলছে। তারই ধারাবাহিকতায় গত ২ মার্চ, ২০২২ তারিখে ২/৩/২০২২ ঢাকা জর্জ কোর্টে ইলিয়াসের বিরুদ্ধে যে মামলাটি আমি করেছি তার বাদী হিসাবে বিবাদী ইলিয়াসের জামিন শুনানির দিন আমি উপস্থিত ছিলাম। যদিও যার জামিনের আবেদন সে নিজেই অসুস্থতার অজুহাতে আদালতে হাজির হয়নি। যাই, হোক আইন তার নিজস্ব গতিতেই চলবে এবং আমি সুবিচার পাব সেই বিশ্বাস আমার আছে পরিপূর্ণভাবেই।’

ফোনে না পাওয়া প্রসঙ্গে সুবাহ বলেন, ‘আর আরেকটি বিষয় আমাকে ফোনে না পাওয়া যাওয়া প্রসঙ্গে বলছি- আমি গেল বেশ কিছুদিন ধরেই মানসিক এবং শারীরিকভাবে কিছুটা অসুস্থ। কারণে-অকারণে নানা ধরনের কল আসে যা আমার পক্ষে সব সময় ধরা সম্ভব হচ্ছে না। যে কারণে আমার ফোনটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে আমাকে যে কোন দরকারে আমার ব্যক্তিগত ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করলেই আমাকে পাওয়া যাবে। সাময়িক এই অসুবিধার জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করি সম্মানিত ,সাংবাদিক ভাই-বোনরা এই সাময়িক অসুবিধাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

সবশেষে সুবাহ বলেন, ‘সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছি, যে অন্যায়ের বিরুদ্ধে আমি লড়ছি তাতে আমি যেন জয়ী হতে পারি তার জন্য ও আমার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘বসন্ত বিকেল’ এর সফলতার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন।’

 

- Advertisement -

Related Articles

Latest Articles