2.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

অং সান সুকি ও রোহিঙ্গা গণহত্যা

অং সান সুকি ও রোহিঙ্গা গণহত্যা
অং সান সুকি

অং সান সুকির সরকার মিয়ানমারের এক জাতিগোষ্ঠি রোহিঙ্গাদের গণহত্যা করেছে। এখন জান্তা সরকার সুকির সমর্থক নামে মিয়ানমারেরই অপর জাতি গোষ্ঠিকে গনহত্যা করছে। যারা তখন হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং এখন হচ্ছে, ব্যাথা বেদনার অনুভবে পার্থক্যটা কি?

তখন যারা নিজ দেশে নিজ সরকার ও তার পোষ্য বাহিনীর হাতে কোন ধরনের অপরাধ সংঘটিত না করেও শুধুমাত্র জাতিগত কারণে, জন্ম পরিচয়ের কারণে নিহত হয়েছেন, স্বজন হারিয়েছেন, সারা জীবনের অর্জিত সম্পদ চোখের সামনে পুড়ে ছাই ভস্ম হতে দেখেছেন, প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও ধর্ষিত হয়েছেন, দিনের পর দিন অনাহার অনিদ্রায় কাটিয়ে কোন রকমে প্রাণ হাতে নিয়ে সমুদ্র নদী খাল বিল পার হয়ে ভিন দেশে আশ্রয় নিয়েছেন তাদের কষ্টের অনুভূতির সাথে এখন যারা গনতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বর্তমান সামরিক বাহিনীর হাতে নিহত হচ্ছেন, ঘর ছাড়া হচ্ছেন, জংগলে দিন কাটাচ্ছেন তাদের কষ্টের অনুভূতির কি কোন পার্থক্য প্রকৃতপক্ষে আছে?

- Advertisement -

একজন সামরিক জান্তার সামরিক বাহিনীর বুটের লাথির সাথে গনতান্ত্রিক সরকারের সামরিক বেসামরিক পেটোয়া বাহিনীর বুটের লাথির কি পার্থক্য তা আমার বোধগম্য হয় না।

কথার ফুলঝুড়িতে নয়, যে কোন ভিক্টিমের দীর্ঘশ্বাস আর হাহাকারে যদি আপনি দুচোখ বন্ধ করে নির্জন ছাদে বসে হৃদয়ের সবটুকু ভালবাসা নিয়ে ঢুকে যেতে পারেন, আমি নিশ্চিত আপনিও কোন পার্থক্য খুঁজে পাবেন না!

মানুষের শুভ বুদ্ধির উদয় হোক এ কামনা ছাড়া আর কিইবা আমরা করতে পারি!

টরন্টো, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles