17.7 C
Toronto
শুক্রবার, মে ১৭, ২০২৪

ইউক্রেনের জন্য অস্ত্র নিয়ে ইউরোপের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ার বিমান

ইউক্রেনের জন্য অস্ত্র নিয়ে ইউরোপের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ার বিমান - the Bengali Times

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ বুধবার হামলার সপ্তমদিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

- Advertisement -

গত ছয় দিনে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়েছে। একযোগে বিভিন্ন দিক থেকে অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী শহর কিয়েভেও অভিযান শুরু করেছে। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও দেশটির বেসামরিক নাগরিকরা কোথাও কোথাও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।

এদিকে, যুদ্ধের সপ্তমদিন বুধবার ইউক্রেনের অস্ত্র নিয়ে ইউরোপের উদ্দেশ্যে উড়াল দিয়েছে একটি অস্ট্রেলীয় বিমান।
ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর গত রবিবার দেশটিতে অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

বিমানটিতে প্রতিরোধমূলক অস্ত্রের পাশাপাশি চিকিৎসা সরঞ্জামাদিও রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

- Advertisement -

Related Articles

Latest Articles