1.9 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ভারত-আমেরিকার ওপর ভেঙে পড়তে পারে মহাকাশ স্টেশন, হুমকি রাশিয়ার

ভারত-আমেরিকার ওপর ভেঙে পড়তে পারে মহাকাশ স্টেশন, হুমকি রাশিয়ার - the Bengali Times

ইউক্রেনে সেনা অভিযান, রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো থেকে আসছে একের পর এক নিষেধাজ্ঞা। বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞার জবাবে, মহাকাশ স্টেশন টিকিয়ে রাখতে সহায়তা দেওয়া বন্ধ করে দিতে পারে রাশিয়া এমন হুমকি দেয়া হয়েছে।

- Advertisement -

রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন এক টুইটে বলেছেন, ‘যদি আপনারা আমাদের সহায়তা না করেন, তবে আন্তর্জাতিক মহাকাশ সংস্থার ইউরোপ কিংবা আমেরিকায় ভেঙে পড়া কে ঠেকাবে? ৫০০ টন ওজনের এই অবকাঠামোর চিন কিংবা ভারতের ওপরও ভেঙে পড়ার আশঙ্কা আছে। আপনারা কী তাদেরও হুমকিতে ফেলতে চান? আন্তর্জাতিক মহাকাশ স্টেশন রাশিয়ার ওপর দিয়ে উড়তে পারে না। সুতরাং সব ঝুঁকি আপনাদের। পরিস্থিতি মোকাবেলায় আপনারা তৈরি তো?’

তাই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের দায়িত্বহীন আচরণ না করে বন্ধুত্বের সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন এই রুশ কর্মকর্তা। যদিও আগে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নিশ্চিত করেছিলো, নতুন নিষেধাজ্ঞা মহাকাশে দুই দেশের সহায়তার ওপর কোনো প্রভাব ফেলবে না।

সূত্র: এনডিটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles