8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিরা যেসব জরুরি নম্বরে যোগাযোগ করবেন

ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিরা যেসব জরুরি নম্বরে যোগাযোগ করবেন - the Bengali Times

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিরা তাদের সুবিধামতো সীমান্তবর্তী দেশ- পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, মলদোভা হয়ে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করছেন। ইউক্রেনের বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাসের নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে।

- Advertisement -

স্লোভাকিয়া এবং হাঙ্গেরির জন্য- অস্ট্রিয়া, ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের রাহাত বিন জামান, ডেপুটি চিফ অফ মিশন, নম্বর +৪৩৬৮৮৬০৩৪৪৪৯২ এবং জুবায়দুল এইচ. চৌধুরী, এসিও, নম্বর +৪৩৬৮৮৬০৬০৩০৬৮; রোমানিয়া এবং মলদোভার জন্য- রোমানিয়াতে বাংলাদেশ দূতাবাস বুখারেস্ট, নম্বর +৪০ (৭৪২) ৫৫৩ ৮০৯ এবং মীর মেহেদী হাসান, টেলি ও হোয়াটসঅ্যাপ গ্রুপ নম্বর +৪০ (৭৪২) ৫৫৩ ৮০৯; পোল্যান্ডের জন্য- পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস, ওয়ারশ, মো. মাসুদুর রহমান, নম্বর +৪৮ ৭৩৯ ৫২৭ ৭২২, মো. মাহবুবুর রহমান +৪৮ ৫৭৯ ২৬২ ৪০৩, ফারহানা ইয়াসমিন +৪৮ ৬৯০ ২৮২ ৫৬১, বিল্লাল হোসেন +৪৮ ৭৩৯ ৬৩৪ ১২৫ এবং মো. রব্বানী +৪৮ ৬৯৬ ৭৪৫ ৯০৩।

এরই মধ্যে ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের পোল্যান্ডে যেতে ভিসা লাগবে না বলে জানা গেছে।

এছাড়া রোমানিয়া যেতে পারবেন ইউক্রেনের নাগরিকরা।

সূত্র : কালেরকন্ঠ

- Advertisement -

Related Articles

Latest Articles