13.2 C
Toronto
শনিবার, মে ৪, ২০২৪

কোনো প্রতিবাদের নয়, এটি টিকা দেওয়ার লাইন

কোনো প্রতিবাদের নয়, এটি টিকা দেওয়ার লাইন - the Bengali Times

লাইনটি দেখে হঠাৎ যে কেউ ভাবতে পারেন এটি কোনো সিনেমার শুটিং বা প্রতিবাদের দৃশ্য; কিংবা কোনো প্রতিযোগিতার লাইন। তবে এটি কোনো সিনেমার শুটিং বা কোনো প্রতিযোগিতার দৃশ্য না। এটি একটি বিদ্যালয়ের টিকা কেন্দ্রের দৃশ্য।

- Advertisement -

মুক্তাগাছা উপজেলার এনএন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের টিকা কেন্দ্রে মঙ্গলবার এমন দৃশ্যের দেখা মেলে। যেখানে মাদ্রাসার এলমে দীনি শিক্ষার্থীরা হিজাব পড়ে করোনার টিকা নিচ্ছেন।

উপজেলার কালীবাড়ি নূরে জান্নাত মহিলা মাদ্রাসা, খিলগাতি নাদিয়া তূল মহিলা মাদ্রাসা, খেরুয়াজানীর উম্মে সালমা মহিলা হাফিজিয়া মাদ্রাসা, বাশাঁটির চরপাড়া বালিকা দাখিল মাদ্রাসা, গাবতলীর আল হেরা মহিলা মাদ্রাসা, হাজী কাশেম আলী মহিলা দাখিল মাদ্রাসাসহ প্রায় শতাধিক শিক্ষার্থীরা টিকা নিতে আসেন এনএন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের টিকা কেন্দ্রে।

টিকা নিতে আসা একাধিক শিক্ষার্থী জানায়, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে আমরা পর্দা তথা হিজাব পড়ে টিকা নিতে এসেছি।

এ প্রসঙ্গে এনএন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, মেয়েদের হিজাব পড়ে লাইনে দাঁড়িয়ে টিকা নিয়ার দৃশ্যটি আমিও দেখেছি খুবই ভালো লাগছে। মুক্তাগাছার সব স্কুল কলেজ ও মাদ্রাসার মেয়েদের টিকা প্রদান কেন্দ্র হিসেবে আমাদের প্রতিষ্ঠানকে বিবেচনা করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলছে এই টিকা কার্যক্রম।

হিজাব পরে টিকা নিতে আসা সম্পর্কে হাজী কাশেম আলী মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, মাদ্রাসায় রুটিন শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হয়। এই হিজাব পরিধানের দৃশ্যটি তার উজ্জ্বল দৃষ্টান্ত।

সূত্র : যুগান্তর

- Advertisement -

Related Articles

Latest Articles