10.1 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ভ্যাকসিন সরবরাহে বিলম্বকে তামাশা বলে মন্তব্য করলেন ফোর্ড

ভ্যাকসিন সরবরাহে বিলম্বকে তামাশা বলে মন্তব্য করলেন ফোর্ড
অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডছবিফোর্ড নেশন

মডার্নার ৬ লাখ ডোজ ভ্যাকসিন এ সপ্তাহে কানাডায় পৌঁছানোর কথা থাকলেও উৎপাদক প্রতিষ্ঠানের মান নিশ্চিত করার বিষয় জড়িত থাকায় তা সম্ভব হচ্ছে না। আগামী সপ্তাহে এ সরবরাহ পাওয়া যাবে বলে জানিয়েছে ফেডারেল সরকার। ভ্যাকসিন সরবরাহে এ বিলম্বের জন্য ফেডারেল সরকারের প্রতি আবারও ক্ষোভ প্রকাশ করলেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। শুক্রবার ভ্যাকসিন সরবরাহে আবারও বিলম্ব হওয়ার খবর শোনার পর একে তামাশা বলে মন্তব্য করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ডগ ফোর্ড বলেন, এ নিয়ে তৃতীয়বারের মতো সরবরাহ বিলম্বের ঘটনা ঘটল। কবে নাগাদ সরবরাহ পাব সে-সম্পর্কিত সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা জানি না। আমাদের কাছে কোনো ক্লু নেই। তাহলে কিভাবে পরিকল্পনা করব? এটা ক্রমেই তামাশাই পরিণত হচ্ছে। আমরা যেটা চাই তা হলো আরও ভ্যাকসিন।

ভ্যাকসিন রপ্তানিতে ইউরোপিয়ান ইউনিয়েনের নিয়ন্ত্রণ আরোপের প্রভাব কানাডার ওপর পড়বে না বলে গত শুক্রবার আশ্বস্ত করেন ফেডারেল ক্রয়-সংক্রান্ত মন্ত্রী অনীতা আনান্দ। সে সময় তিনি বলেন, মডার্না ছাড়া এপ্রিলে অন্য সব ভ্যাকসিনের সরবরাহ সময়মতোই পাওয়া যাবে।

- Advertisement -

তবে সরবরাহ বিলম্বের বিষয়টি ফেডারেল এমপিদের জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানান ডগ ফোর্ড। তিনি বলেন, এটা একটা তামাশা। ভ্যাকসিনেশনে আমাদের অবস্থান ৫৫তম। এটা সত্যিই হতাশার।

- Advertisement -

Related Articles

Latest Articles