13.5 C
Toronto
শনিবার, মে ৪, ২০২৪

অর্থের বিনিময়ে প্রার্থীকে জেতাতে গোপন চুক্তি, অভিযুক্ত নির্বাচন কর্মকর্তা বরখাস্ত

অর্থের বিনিময়ে প্রার্থীকে জেতাতে গোপন চুক্তি, অভিযুক্ত নির্বাচন কর্মকর্তা বরখাস্ত - the Bengali Times

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে এক প্রার্থীকে জয়ী করতে গোপন চুক্তির মাধ্যমে সাড়ে ৪ লাখ টাকা ঘুষ নেওয়ার ঘটনা প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নানকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন।

- Advertisement -

রবিবার নির্বাচন কমিশনের এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।

সাড়ে চার লাখ টাকার বিনিময়ে এক ইউপি সদস্য প্রার্থীকে জেতাতে রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান গোপন চুক্তি করেন। তার গোপন চুক্তির ফোনালাপ এবং অর্থনৈতিক লেনদেনের অডিওটি ফাঁস হয়।

ভোটে জেতাতে গোপন পরিকল্পনার অডিও ক্লিপটি ফাঁস হলে তা ফেসবুক ও বিভিন্ন ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে সর্বত্র শুরু হয় তোলপাড়।

ওই অডিও ক্লিপে নির্বাচন কর্মকর্তা ও ইউপি সদস্য প্রার্থীর মধ্যে কথোপকথনে শোনা যায়, রফিকুল ইসলাম নামের ইউপি সদস্য প্রার্থীকে জেতাতে ভোটকেন্দ্র থেকে প্রতিপক্ষের লোকজনকে বের করে দেওয়া এবং ভোটের আগেই অন্তত ৩শ ব্যালট পেপার সরবরাহের বিনিময়ে টাকা চেয়েছেন নির্বাচন কর্মকর্তা।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ওই ইউপি সদস্য প্রার্থীকে বোঝান, যেহেতু নির্বাচন করতে গেলে প্রতিদিনই ১০ হাজার করে টাকা ব্যয় হবে, তাতে পাঁচ থেকে ১০ লাখ টাকা খরচ হবে। তাতে নির্বাচিত হওয়ার কোনো গ্যারান্টিও নেই। তাই সেটি না করে, তার সঙ্গে পাঁচ লাখ টাকার চুক্তি করলে তিনি যেভাবেই হোক জিতিয়ে দেবেন। এক্ষেত্রে তিনি গ্যারান্টি হিসেবে জেতাতে না পারলে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন।

শুধু তাই নয়, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাকে জিতিয়ে দেওয়ার কথাও দিয়েছিল নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান।

তবে অভিযুক্ত নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান শুরু থেকেই বিষয়টি অস্বীকার করে গেছেন।

গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সূত্র : ঢাকাটাইমস

- Advertisement -

Related Articles

Latest Articles