16.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

মেয়েদের ফ্যাশনে চুড়ির বাহার!

মেয়েদের ফ্যাশনে চুড়ির বাহার! - the Bengali Times

‘কিনে দে রেশমি চুড়ি নইলে যাব বাপের বাড়ি’। এই গানটি থেকেই স্পষ্ট মেয়েদের চুড়ির প্রতি দুর্বলতা কতটা। মেয়ে আর চুড়ি এই দুটো যেন একই মুদ্রার দুটো পিঠ। মেয়েরা সব ধরনের অনুষ্ঠানেই চুড়ি পরা পছন্দ করে এবং পরেও। আদিম যুগ থেকেই মেয়েদের চুড়ির প্রতি টান বিশেষভাবে লক্ষ্যনীয়।

- Advertisement -

একটা সময় ছিল যখন মেয়েরা শুধু কাঁচের চুড়ি পরত কিন্তু এখন নানারকমের ট্রেন্ডি চুড়ি বাজারে এসেছে। মেটাল, সুতো, চামড়া, ব্যাকেলাইট, রবার, কাঠ, মাটি, বিডস, পুঁতি, সিটি গোল্ডসহ নানা ধরনের চুড়ির ব্যবহার বাড়ছে। আধুনিকতার ছোঁয়ায় মেয়েরা এখন নবরুপে সেজে ওঠছে।

এখন আবার বিভিন্ন রকমের লাল নীল সবুজ কাঠের মোটা মোটা চুড়ির সঙ্গে মেটালের চুড়িও একসঙ্গে করে পরেন তাতে সেটা অনেক বেশি ট্রেন্ডি লাগে। অনেকে আবার ঠিক চুড়ি পরা পছন্দ করে না তারা বিভিন্নরকমের ব্রেসলেটে নিজেদের সাজিয়ে তোলেন।

ব্রেসলেট পশ্চিমী ও ভারতীয় সব ধরনের পোশাকের সঙ্গেই সমানভাবে যায়। তাই অনেকে খুবই পছন্দ করে থাকেন। এছাড়া বিভিন্ন রঙের সরু সরু প্লাস্টিকের চুড়িও অনেকে পরছেন, এটাও এখন বর্তমান ফ্যাশনে ইন। আবার এক রঙা অক্সাডাইসের চুড়িও বেশ লাগে শাড়ির সঙ্গে।

- Advertisement -

Related Articles

Latest Articles