8.1 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

অনুমতি ছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করলে কী করবেন?

অনুমতি ছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করলে কী করবেন? - the Bengali Times

বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত চ্যাট ছাড়াও হোয়াটসঅ্যাপের অন্যতম জনপ্রিয় ফিচার গ্রুপ চ্যাট। সহকর্মী, কলেজে বন্ধু, স্কুলের বন্ধু, পাড়ার আড্ডার জন্য অনেকেই আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। তবে অনেক সময় আপনার অনুমতি না নিয়েই যেকোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করিয়ে দেন পরিচিতরা।

- Advertisement -

এই সমস্যার সমাধান রয়েছে অ্যাপের ভেতরেই। বিশেষ ফিচার এনেবেল করে রাখলে আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবেন না।

অ্যানড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। কীভাবে নিজের ফোনে এই সেটিংস এনেবেল করবেন?

এই ফিচার ব্যবহারের জন্য শুরুতেই প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করুন। এর পরে নিচের ধাপগুলো পরপর অনুসরণ করুন:

অ্যানড্রয়েড ফোনে কীভাবে এই ফিচার শুরু করবেন?

হোয়াটসঅ্যাপ ওপেন করে ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন

এবার সেটিংস অ্যাকাউন্ট প্রাইভেসি সিলেক্ট করুন।

এবার গ্রুপস সিলেক্ট করলে তিনটি অপশন দেখতে পাবেন। এই অপশনগুলো হল এভরিওয়ান, মাই কনট্রাক্টস, অর মাই কনট্রাক্টস এক্সসেপ্ট।

এখানে এভরিওয়ান সিলেক্ট করলে যেকোনো হোয়াটসঅ্যাপ গ্রাহক আপনাকে যে কোন গ্রুপে অ্যাড করতে পারবেন।

মাই কনট্রাক্টস সিলেক্ট করলে শুধুমাত্র আপনার কনট্যাক্টে যে সব নম্বর সেভ রয়েছে সেই সব ব্যক্তি আপনাকে কোন গ্রুপে অ্যাড করতে পারবেন।

মাই কনট্রাক্টস এক্সসেপ্ট সিলেক্ট করার পরে আপনি যদি কোন ব্যক্তিকে কনট্যাক্ট থেকে সিলেক্ট করেন তবে সেই ব্যক্তিই আপনাকে কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবেন না।

এখানে সিলেক্ট অল করলে আর কোন ব্যক্তি আপনাকে কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবেন না।

আইফোনে কীভাবে এই ফিচার চালু করবেন?

হোয়াটসঅ্যাপ ওপেন করে স্ক্রিনের নিচে সেটিংস সিলেক্ট করুন

এবার অ্যাকাউন্ট প্রাইভেসি গ্রুপস সিলেক্ট করুন।

পরের স্ক্রিনে এভরিওয়ান, মাই কনট্রাক্টস, অর মাই কনট্রাক্টস এক্সসেপ্ট অপশনগুলো দেখতে পাবেন। এর মধ্যে মাই কনট্রাক্টস এক্সসেপ্ট সিলেক্ট করে সিলেক্ট অল বেছে নিন।

- Advertisement -

Related Articles

Latest Articles