15 C
Toronto
বুধবার, মে ৮, ২০২৪

চিড়িয়াখানায় গায়ক এনে বানরদের গান শোনানো হচ্ছে, কারণ জানলে অবাক হবেন

চিড়িয়াখানায় গায়ক এনে বানরদের গান শোনানো হচ্ছে, কারণ জানলে অবাক হবেন - the Bengali Times

চিড়িয়াখানার বানরদের জন্য অভিনব পদক্ষেপ নিল ইংল্যান্ডের দ্য ট্রেনথাম মাঙ্কি ফরেস্ট কর্তৃপক্ষ। গায়ক ভাড়া করে এনে লাইভ গান শোনানো হচ্ছে বানরদের। প্রজননে উৎসাহ দিতেই এমন উদ্যোগ চিড়িয়াখানা কর্তৃপক্ষের। খবর নিউজউইকের।

- Advertisement -

মাঙ্কি ফরেস্টর কর্মীরা জানিয়েছেন, ওই সংরক্ষণ কেন্দ্র বারবারি ম্যাকাকু নামের বিশেষ প্রজাতির বানরের বাসস্থান। মূলত উত্তর আফ্রিকা ও জিব্রাল্টারে এদের দেখতে পাওয়া যায়। কিন্তু, বিপুল বৃক্ষনিধন ও চোরাচালানকারীদের দৌরাত্ম্যে বানরের সংখ্যা কমে গেছে।

এখন বারবারি ম্যাকাকু প্রজাতির বানরদের প্রজননের মৌসুম। তাই, গান শুনিয়ে বানরদের মন ভালো করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বনবিভাগ। একই সঙ্গে বানরদের প্রজননে উৎসাহ দেওয়া হচ্ছে। সংরক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ম্যাট লাভ বলেন, ‘বানরের জন্মহার বৃদ্ধির জন্য এ উদ্যোগ নিয়েছি। এ প্রজাতির বানর বিপন্ন। এখন প্রজননের মৌসুম। তাই এ উদ্যোগ কাজে লেগে যায় কি না, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও চলছে।’

চিড়িয়াখানায় গায়ক এনে বানরদের গান শোনানো হচ্ছে, কারণ জানলে অবাক হবেন - the Bengali Times

যুক্তরাষ্ট্রের বিখ্যাত গায়ক গ্র্যামিজয়ী মারভিন গায়ের গান শোনানো হচ্ছে বানরদের।

- Advertisement -

Related Articles

Latest Articles