13.4 C
Toronto
শুক্রবার, মে ৩, ২০২৪

১৫০ টাকায় তেলাপোকার নাম রাখা যাবে সাবেক প্রেমিক-প্রেমিকার নামে

১৫০ টাকায় তেলাপোকার নাম রাখা যাবে সাবেক প্রেমিক-প্রেমিকার নামে - the Bengali Times
প্রতীকী ছবি

ভাবুন তো…কোনো তেলাপোকার নাম আর আপনার সাবেক প্রেমিক কিংবা প্রেমিকার নাম একই, তবে কেমন হবে? ভালোবাসা দিবস উপলক্ষে তেলাপোকার নামে সাবেক প্রেমিক-প্রেমিকার নাম রাখার ব্যতিক্রমী এক কার্যক্রম চালু করেছে ইংল্যান্ডের একটি চিড়িয়াখানা। খবর দ্য সান’র।

ভালোবাসা দিবস উপলক্ষে ‘নেম এ ককরোচ’ নামের এই কার্যক্রমে শুধু সাবেক প্রেমিক-প্রেমিকাই নয়, তেলাপোকার নাম রাখা যাবে রাজনীতিবিদদের নামেও। আসছে ভালোবাসা দিবসে প্রদর্শিত হবে নামগুলো।

- Advertisement -

হেমসলে কনজারভেশন সেন্টার নামের এ চিড়িয়াখানার ওয়েবসাইটে গিয়ে অংশ নেয়া যাবে এ কার্যক্রমে। এর জন্য গুণতে হবে দেড় ইউরো। তবে শুধু নামই নয়, বেনামি হিসেবে দেয়া যাবে বিভিন্ন বার্তাও। মূলত চিড়িয়াখানার রক্ষণাবেক্ষণের খরচের জন্যই নেয়া হয়েছে এ উদ্যোগ।

হেমসলে কনজারভেশন সেন্টারের কর্মকর্তা হেনরি উইডোন, ভালোবাসা দিবস উপলক্ষে আপনি এখানে আপনার এক্সের নামে তেলাপোকার নাম রাখতে পারেন। যদি, আপনার খুবই বাজেভাবে ব্রেকআপ হয় তবে এ কাজ করে আপনি কিছুটা প্রশান্তি পেতে পারেন। এছাড়া আপনি যদি কোনো রাজনীতিবিদের নামেও তেলাপোকার নাম রাখতে যান তবে আপনাকে স্বাগত। এটি করা হচ্ছে এই চিরিয়াখানার পশুপাখিগুলোতে দেখাশোনার খরচ জোগাতে।

নামগুলো লেখা হবে ‘রোচ বোর্ড’ নামের এক বিশেষ বোর্ডে। ভালোবাসা দিবসে উন্মোচন করা হবে সে বোর্ড।

২০১৯ সালে চিড়িয়াখানা কর্তৃপক্ষ শুরু করে এ কার্যক্রম। তবে, করোনার প্রকোপ বাড়ায় গত বছর বন্ধ ছিল এটি। ব্যাপক জনপ্রিয়তার কারণে এক বছর পর ফের শুরু হয় এ কার্যক্রম। এরইমধ্যে জমা পড়েছে কয়েকশত নাম।

হেনরি উইডোন বলেন, এ বছর আমরা এ কার্যক্রম পরিচালনার কথা চিন্তা করিনি। তবে, এমন অনেকেই রয়েছে যারা সাবেক প্রেমিক-প্রেমিকার নামে তেলাপোকার নাম রাখতে যায়। তাই, বাধ্য হয়েই এটি আবার চালু করছি। আশা করছি, ভালোবাসা দিবস পর্যন্ত কয়েক হাজার নাম পাবো আমরা।

এর আগে, রোচ বোর্ডে নাম উঠেছিল বরিস জনসন, ডেভিড ক্যামেরনের মতো প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদদের নাম। এছাড়া ছিল যুক্তরাষ্ট্রের আলোচিত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও।

- Advertisement -

Related Articles

Latest Articles