7.7 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

শনাক্তের হারে রেকর্ড দেখল বাংলাদেশ

শনাক্তের হারে রেকর্ড দেখল বাংলাদেশ - the Bengali Times
<br >গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৩৩ দশমিক ৩৭ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৩৩ দশমিক ৩৭ শতাংশ। দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। তখন থেকে এখন পর্যন্ত দেশে শনাক্তের হারে এটাই সর্বোচ্চ। এর আগে গত বছরের ২৪ জুলাই শনাক্তের সর্বোচ্চ হার দেখেছিল বাংলাদেশ, যা ছিল ৩২ দশমিক ৫৫ শতাংশ।

শুক্রবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৫ হাজার ৪৪০ জন। এদিন মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২৮ হাজার ৩০৮ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ২৬৮টি।

- Advertisement -

এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৩২৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন।

উল্লেখ্য, গত ডিসেম্বরের প্রথম দিকেও দেশে করোনা শনাক্তের হার ১ শতাংশের ঘরেই ছিল। তবে গত মাসের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

- Advertisement -

Related Articles

Latest Articles