4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

করোনায় প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র; সংক্রমণে ফ্রান্স

 

করোনায় প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র; সংক্রমণে ফ্রান্স - the Bengali Times
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে আরও প্রায় ২৮ লাখ মানুষ করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। মহামারিতে একদিনে মৃত্যু হয়েছে সাড়ে ৬ হাজারের কাছাকাছি। শনিবারও (২২ জানুয়ারি) দৈনিক প্রাণহানির শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। দেশটিতে এদিন ৮৪১ জনের মৃত্যু ও ৩ লাখ ১২ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয় করোনা। রাশিয়ায় মারা গেছে ৭শ’য়ের কাছাকাছি। ৫ শতাধিক মৃত্যু হয় ভারতে। সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখ ৮ হাজারের ওপর।

- Advertisement -

দৈনিক সংক্রমণের শীর্ষে ছিল ফ্রান্স। একদিনে ৩ লাখ ৮৯ হাজারের ওপর সংক্রমিত শনাক্ত হয়েছে দেশটিতে। ইউরোপের আরেক দেশ ইতালিতে ১ লাখ ৭১ হাজার ও জার্মানিতে ১ লাখ ৫ হাজারের বেশি কোভিড পজেটিভ চিহ্নিত হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

- Advertisement -

Related Articles

Latest Articles