-0 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

যে কথা বলা হয়নি

যে কথা বলা হয়নি
ছবি ন্যাথান জুমলাও

অনেক কথাই বলার ছিলো তোমাকে

কিন্তু বলি নি, না বলার মাঝে কি এক অদ্ভুত আনন্দ খুঁজে পেতাম ।

- Advertisement -

ভাবতাম সময় তো একদিন আসবেই, তখন নাহয় বলবো

কিন্তু সে সময় আর কোন দিন এলো না,

আর তোমাকে না বলা কথাটাও আমার কোন দিন বলা হোল না।

তুমি প্রায়ই বলতে কি যেনো বলবে বলেছিলে,

কই বলছো নাতো?

বলো না একটু শুনি।

আমার একই জবাব ছিলো , সময় এলে বলবো ।

তখন তুমি বিরক্ত হয়ে বলতে,

সময় হয়তো আসবে কিন্তু তুমি তখন ভুলে যাবে কি বলতে চেয়েছিলে।

আমি মিটি মিটি হাসতাম-

আর মনেমনে ভাবতাম যা বলতে চাই সে যে ভুলার কথাই না।

নাহ সত্যিই সে সময় আর এলো না।

আর আমারো সে কথা আর বলা হলো না।

কথাগুলো মনের মাঝে রেখে দেবার আর কোন মানেই ছিলো না,

তাই কথাগুলোকে বাতাসে উড়িয়ে দিয়েছি।

জীবনের বহু স্মৃতি আকড়ে রেখেছিলাম।

তারপর তার অধিকাংশই অবহেলায় হারিয়ে গেলো।

যতোটুকু বাকী ছিলো,

তাদের ঝেড়ে মুছে যত্ন করে উঠিয়ে রেখেছি।

তারপরও কিছুটা ধুলো যে পরেনি, সেটা অস্বীকার করবো না।

তারপরও কখনো যদি স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করতে মন চায়-

তখন তুলে রাখা স্মৃতিগুলোই নাহয় আমার সাথী হবে।

মাঝে মাঝে ভাবি এ জীবনে যখন কথাগুলো বলা হোল না-

কি অদ্ভুদ আজও কথাটা বলতে পারলাম না।

সমস্যা নেই পরজন্মে কিংবা পরপারে যদি সুযোগ হয়,

তখন নাহয় বাতাসে উড়িয়ে দেয়া কথাগুলো –

ধরে এনে তোমাকে শোনাবো।

তখন তুমি আমার না বলা কথাটা শুনবে তো ?

দেখো তখন যেনো অভিমানে মুখ ঘুড়িয়ে রেখো না।

ম্যাল্টন, অন্টারিও, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles