21.5 C
Toronto
মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২

লাল কার্ড থেকে প্রেমে জড়ালেন ফুটবলার ও রেফারি

- Advertisement -
রেফারি শনা দেখিয়েছিলেন লাল কার্ড, সেখান থেকেই ফুটবলার হার্ডাভেল্ড এর সাথে প্রেমে জড়িয়েছেন তিনি।

রেফারির সাথে খেলোয়াড়ের প্রেম বেশ অস্বাভাবিক ঘটনাই বটে, বিশেষ করে তা যদি ঘটে খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর পর। শুনতে অবাক লাগলেও ঠিক এমনটাই ঘটেছে নেদারল্যান্ডসের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে।

ডাচ ফুটবল লিগের চতুর্থ রেফারি শনা শুখরুলা সম্প্রতি জানিয়েছেন ফুটবলার জেফ হার্ডেভেল্ডের সাথে তার প্রেম চলছে। তার এ ঘোষণার পর থেকেই আলোচনায় এ দুজন।

ঘটনাটি ঘটেছিলো ডাচ সেকেন্ড ডিভিশনের দুই দুল এফসি ইমেন ও এফসি আইন্দোভেনের ম্যাচে। সেখানে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছিলেন শনা, আর সে ম্যাচেই ইমেনের হয়ে খেলছিলেন হার্ডেভেল্ড। তবে আইন্দোভেনের বিপক্ষে ইমেনের ১-০ গোলে সেই হারা ম্যাচে হার্ডেভেল্ডের বিপদ আরও বাড়ে লাল কার্ড দেখে।

তবে সেই লাল কার্ডই যেন শাপে বর হয়ে এসেছে হার্ডেভেল্ডের জীবনে। কার্ড দেখে মাঠ ছাড়ার সময় তিনি প্রথমবারের মত দেখেন রেফারি শনাকে। সেই দেখাতেই একে অপরকে মনে ধরে যায় তাদের। শেষ পর্যন্ত তা গড়িয়েছে প্রেম পর্যন্ত। সম্প্রতি নিজেদের যুগল ছবি পোস্ট করে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রেমের কথা স্বীকারও করেছেন শনা ও হার্ডেভেল্ড।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles