8.1 C
Toronto
বুধবার, এপ্রিল ১৭, ২০২৪

বিমানের টয়লেটের ময়লার ঝুড়িতে নবজাতক

 

বিমানের টয়লেটের ময়লার ঝুড়িতে নবজাতক - the Bengali Times
বিমানবন্দর কর্মীরা বিমানটিতে রুটিন তল্লাশি চালানোর সময় বাচ্চাটি পায়। ছবি: বিবিসি অনলাইন।

মরিশাসের একটি বিমানের টয়লেটের ময়লার ঝুড়িতে থেকে একটি নবজাতক ছেলে উদ্ধার করেছে বিমানবন্দর কর্মীরা। এই ঘটনায় মাদাগাস্কার থেকে আসা ২০ বছর বয়সী এক নারীকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনিই শিশুটি ওই বিমানে জন্ম দিয়েছেন।

- Advertisement -

এয়ার মরিশাসের একটি বিমান ১ জানুয়ারি মাদাগাস্কার থেকে দেশটির স্যার সিউসাগুর রামগোলাম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে গেলে বিমানবন্দর কর্মীরা বিমানটিতে রুটিন তল্লাশি চালানোর সময় বাচ্চাটি পায়। পরে তারা বাচ্চাটিকে চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালে নিয়ে যান। খবর বিবিসি অনলাইনের।

এদিকে আটক নারী নবজাতকটি তার নয় বলে প্রাথমিকভাবে দাবি করেছিল। কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায়, তিনিই শিশুটির জন্ম দিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ওই শিশু ও নারী সুস্থ আছেন।

মাদাগাস্কারের ওই নারী দুই বছরের ওয়ার্ক পারমিটে মরিশাসে এসেছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে নবজাতক পরিত্যাগের অভিযোগ আনা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles