10.2 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

জামায়াত নেতা শামসুল শ্যোন অ্যারেস্ট

জামায়াত নেতা শামসুল শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামে হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির আ ন ম শামসুল ইসলামকে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। হাটহাজারী থানায় পুলিশের করা দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

- Advertisement -

সোমবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়া ইকবালের আদালত এ আদেশ দেন। এ সময় আদালতে শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ বলেন, ২০২১ সালের ২৬ মার্চ হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলোতে ভাঙচুর-অগ্নিসংযোগ করে হেফাজতে ইসলাম। এসব ঘটনায় শামসুল ইসলাম জড়িত ছিলেন বলে তথ্য ছিল। ঐ ঘটনায় পুলিশের করা দুই মামলায় শামসুল ইসলামকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে হাটহাজারী থানা। সোমবার উভয়পক্ষের শুনানি শেষে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেয় আদালত।

সূত্র : ডেইলি বাংলাদেশ

- Advertisement -

Related Articles

Latest Articles