9.2 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

আ.লীগের পাঁচ প্রার্থীসহ জামানত হারাচ্ছেন ৪৮ জন

আ.লীগের পাঁচ প্রার্থীসহ জামানত হারাচ্ছেন ৪৮ জন - the Bengali Times

চতুর্থধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাই, জগন্নাথপুর, বিশ্বম্ভরপুর উপজেলার ২১ ইউনিয়নে চেয়ারম্যান পদে অংশ নিয়ে নির্বাচনী বিধি অনুযায়ী বৈধ কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় মনোনয়নের জামানত বায়েয়াপ্ত হতে যাচ্ছে পাঁচ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ ৪৮ জন চেয়ারম্যান প্রার্থীর। যার মধ্যে দিরাই উপজেলায় ৩ জন আওয়ামী লীগ প্রার্থীসহ ২৩জন, জগন্নাথপুর উপজেলায় ১৪ জন এবং বিশ্বম্ভরপুর উপজেলায় দুই আওয়ামী লীগ প্রার্থীসহ ১১ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

- Advertisement -

নির্বাচনী ফলাফল সূত্রে জানা যায়, দিরাই উপজেলার ৯ ইউনিয়নে জামানত হারাতে যাচ্ছেন ২৩ চেয়ারম্যান প্রার্থী। সরমমঙ্গল ইউনিয়নে বৈধ কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় মনোনয়নের জামানত বায়েয়াপ্ত হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীসহ ৩ জন চেয়ারম্যান প্রার্থী। বৈধ কাস্টিং ভোটের ৮৬৬২ ভোটের মধ্যে আওয়ামী লীগ মনোনীত রঞ্জিত রায় নৌকা প্রর্তীকে ১০১৪ ভোট, স্বতন্ত্রপ্রার্থী তপন কান্তি তালুকদার চশমা প্রতীকে ১০৬১ ভোট এবং জাসদ মনোনীত কৃষ্ণ কান্ত রায় মশাল প্রতীকে ৫২ ভোট পেয়েছেন। জামানত রক্ষার মাপকাঠিতে ১০৮২ বেশি ভোট পাওয়ার কথা ছিল।

রাজানগর ইউনিয়নের মোট কাস্টিং ১২৪৬১ ভোটে আট ভাগের এক ভাগ না পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে ২ জন চেয়াম্যান প্রার্থী। স্বতন্ত্রপ্রার্থী মো. রানা মিয়া অটোরিক্সা প্রতীকে ৩৫৭ ভোট এবং রুনু মিয়া সরদার আনারস প্রতীক মাত্র ৬৩ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

করিমপুর ইউনিয়নে জামানত হারাতে যাচ্ছেন ৩ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। মোট কাস্টিং বৈধ ১৩৬৪৬ ভোটের মধ্যে তপু দাস ঢোল প্রতীকে মাত্র ১২ ভোট, মো. আতাউর রহমান বাদশা ঘোড়া প্রতীকে ১১১০ ভোট ও সিজিল মিয়া মোটরসাইকেল প্রতীকে ৪৬২ ভোট পেয়ে জামানত হারাতে যাচ্ছেন।

কুলঞ্জ ইউনিয়নে কাঙ্কিত ভোট না পাওয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ জামানত হারাতে যাচ্ছেন ৪ জন চেয়ারম্যান প্রার্থী। মোট বৈধ কাস্টিং ১৫১৯৫ ভোটের মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. মিলন মিয়া নৌকা প্রতীকে ১৭৮১ ভোট, স্বতন্ত্রপ্রার্থী আবু সালেহ অটোরিক্সা প্রতীকে ১৯৫ ভোট, চাঁন মিয়া চৌধুরী আনারস প্রতীকে ৪৬২ ভোট, আনহার মিয়া টেলিফোন প্রতীকে ১০১২ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। জামানত রক্ষায় ১৮৯৯ এর বেশি ভোট পাওয়ার কথা ছিলো।

জগদল ইউনিয়নে জামানত হারাতে যাচ্ছেন ৪ জন চেয়ারম্যান প্রার্থী। বৈধ ১৪৮৯০ ভোটের মধ্যে ইমদাদুল হক মোটরসাইকেল প্রতীকে মাত্র ৫৩ ভোট, আব্দুল বাছিত ঘোড়া প্রতীকে ১৪৬ ভোট, তোফায়েল আহমদ চশমা প্রতীকে ১৩৪ ভোট, ইসলামী আন্দোলন মনোনীত জহিরুল ইসলাম হাতপাখা প্রতীকে ১৪৭ ভোট পেয়ে জামানত হারাতে যাচ্ছেন।

তাড়ল ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটেযুদ্ধে অংশ নিয়ে কাঙ্কিত ভোট না পাওয়ায় জামানত হারাতে যাচ্ছেন ২জন চেয়ারম্যান প্রার্থী। মোট বৈধ ভোটের মধ্যে স্বতন্ত্রপ্রার্থী নুরুল হক তালুকদার ঘোড়া প্রতীকে ৫১৮ ভোট ও লাল মিয়া আনারস প্রতীকে ৫০৭ ভোট পাওয়ায় জামানত হারাতে যাচ্ছেন।

চরনারচর ইউনিয়নে জামানত হারাচ্ছেন ৩ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। বৈধ ১৩৫৮২ ভোটের মধ্যে স্বতন্ত্র প্রার্থী তৃরাব আলী ঘোড়া প্রতীকে ৫৮৩ ভোট, রুকনুজ্জামান চৌধুরী চশমা প্রতীকে ৬১৪ ভোট এবং সামছুল আলম তালুকদার মোটরসাইকেল প্রতীকে ৫৮৭ ভোট পেয়ে মনোনয়ন হারাচ্ছেন।

রফিনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করে জামানত হারাতে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান। তিনি মোটরসাইকেল প্রতীকে মাত্র ১২১ ভোট পেয়েছেন।

ভাটিপাড়া ইউনিয়নে নির্বাচনে অংশ নিয়ে কাঙ্কিত ভোট না পাওয়ায় জামানত হারাচ্ছেন আওয়ামীলীগের প্রার্থী মাহমুদুল হাসান চৌধুরী। বৈধ কাস্টিং ১১০৬৯ ভোটের আট ভাগের এক ভাগ ১৩৮৩ ভোট পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন ১২৭১ ভোট।

এদিকে বিশ্বম্ভপুর উপজেলা দুই আওয়ামী লীগ প্রার্থীসহ জামানত হারাচ্ছেন ১১ জন চেয়ারম্যান প্রার্থী। উপজেলার পলাশ ইউনিয়ন কাঙ্খিত ভোট না পাওয়ায় মনোনয়নের জামানত হারাতে যাচ্ছেন ৫ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। মোট কাস্টিং বৈধ ১৫৪৮৫ ভোটের মধ্যে স্বতন্ত্র প্রার্থী বিল্টু দেবনাথ অটোরিকশা প্রতীকে ১০৪ ভোট, রজনীগন্ধা প্রতীকে মাত্র ১৪ ভোট, ফারুক উদ্দিন আনারস প্রতীকে ৪০৩ ভোট, রফিকুল ইসলাম আকন্দ চশমা প্রতীকে ২৭৪ ভোট এবং স্বপন দাশ টেবিল ফ্যান প্রতীকে মাত্র ১০৭ ভোট পেয়ে মনোনয়নের জামানত হারাচ্ছেন।

সলুকাবাদ ইউনিয়ন মোট কাস্টিং বৈধ ১৯৯৯১ ভোটের মধ্যে জামানত রক্ষার কাঙ্খিত ২৪৯৮ ভোট না পাওয়ায় জামানত হারাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মহরম আলী। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ২৪২৪ ভোট। ফতেহপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে ২ জন চেয়ারম্যান প্রার্থী।

বৈধ ভোটের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী হেলাল উদ্দিন নৌকা প্রতীকে মাত্র ৭৯৫ ভোট এবং মকবুল হোসেন মোটরসাইকেল প্রতীকে ১৬৮৯ ভোট পেয়ে জামানত হারাতে যাচ্ছেন। একইভাবে ধনপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীসহ মনোনয়ন হারাচ্ছেন ৩জন চেয়ারম্যান প্রার্থী। বৈধ ১৯৯৬৬ ভোটরে মধ্যে আওয়ামীলীগের প্রার্থী হজরত আলী নৌকা প্রতীকে ১১১৬ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী শাহীন আলম হাতপাখা প্রতীকে ৪৪০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী নূর আলম টেবিল ফ্যান প্রতীকে ৮৭৪ ভোট পেয়ে জামানত হারাতে যাচ্ছেন।

অপর দিকে জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নের মধ্যে জামানত হারাতে যাচ্ছেন ১৪ জন চেয়ারম্যান প্রার্থী। উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে জামানত হারাচ্ছেন ৩ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। বৈধ ১২৫৩৬ ভোটের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মকসুদ মিয়া (মোটরসাইকেল) প্রতীকে ১২৩৬, আজহারুল ইসলাম কামালী (ঘোড়া) প্রতীকে ৮৪২ ও আসাদ হোসেন চৌধুরী (আনারস) প্রতীকে ১১৬ ভোট পেয়ে জামানত হারাতে যাচ্ছেন।

কাঙ্খিত ভোট না পাওয়ায় রাণীগঞ্জ ইউনিয়নে জামানত হারাচ্ছেন ৩ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী । বৈধ ১৭৯৬৪ ভোটের মধ্যে সিরাজুল ইসলাম আসিক (মোটরসাইকেল) প্রতীকে ১৯২৪, মজলুল হক (অটোরিকশা) ২৬৯ ও ছালিক মিয়া (ঘোড়া) প্রতীকে ২০৬ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ২ জন মনোনয়নের জামানত হারাচ্ছেন। এর ইলাছ মিয়া (টেলিফোন) ৮৫৪ ও মুজিবুর রহমান (ঘোড়া) প্রতীকে ৮৬ ভোট পেয়ে জামানত হারাতে যাচ্ছেন।

আশারকান্দি ইউনিয়নে বৈধ ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় মনোনয়ন হারাতে যাচ্ছেন ৪ জন স্বতন্ত্র প্রার্থী । বৈধ ১৩৭৮০ ভোটের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী (টেবিল ফ্যান) প্রতীকে ৬৮০ ভোট, আহমদ হোসাইন (ঘোড়া) প্রতীকে ৩৯৪ ভোট, গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ (টেলিফোন) প্রতীকে ২৫২ ভোট ও জাতীয় পার্টি মনোনীত শাহ তারেক রহমান নিপু (লাঙ্গল) প্রতীকে ২০৪ ভোট পেয়েছেন।

পাটলি ইউনিয়নে চেয়ারম্যান পদে দুই স্বতন্ত্র প্রার্থী জামানত হারাচ্ছেন। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী এনামুল ইসলাম (মোটরসাইকেল) প্রতীকে ২৪৮ ও আতিকুর রহমান আতিক (ঘোড়া) প্রতীকে ৫১ ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

চেয়ারম্যান প্রার্থীদের জামানত বাজেয়াপ্তের ব্যপারে জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধি অনুযায়ী প্রার্থীদের মোট কাস্টিং বৈধ ভোটের আট ভাগের এক ভাগ পেতে হবে। এর চেয়ে কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হবে বলে জানান তিনি।

সূত্র : আরটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles