9.9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

‘মুক্তালয় নাট্যাঙ্গন’ এর ২৫ বছর পূর্তি উদযাপন

‘মুক্তালয় নাট্যাঙ্গন’ এর ২৫ বছর পূর্তি উদযাপন - the Bengali Times
অনষ্ঠান মঞ্চে অতিথিবৃন্দ

সম্প্রতি উদযাপিত হয়ে গেল “মুক্তালয় নাট্যাঙ্গন” এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মুক্তালয় নাট্যাঙ্গন এর প্রতিষ্ঠাতা, নিবেদিত প্রাণ থিয়েটার ব্যক্তিত্ব, মঞ্চ, টেলিভিশন, বেতার, চলচ্চিত্র অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আমিনুল হক আমীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তালয়ের সিনিয়র সদস্য ওমর ফারুক চৌধুরী। প্রধান অতিথি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর সেক্রেটারী জেনারেল কামাল বায়েজীদ প্রধান অতিথি, বিশেষ অতিথি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী চন্দন রেজা, বাংলাদেশ পথ নাটক পরিষদের জেনারেল সেক্রেটারী আহমেদ গিয়াস মঞ্চে আসন গ্রহণ করে মুক্তালয় নাট্যাঙ্গন এর ২৫ বছর পূর্তিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

- Advertisement -

আহমেদ গিয়াস মুক্তালয় নাট্যাঙ্গন এর ২৫ বছর পূর্তিতে মুক্তালয় নাট্যাঙ্গন এর দল প্রধান অভিনেতা, নাট্যকার, নির্দেশক আমিনুল হক আমীন এর ভূয়ষী প্রশংসা করে দেশের নাট্যাঙ্গনে নিরবিচ্ছিন্ন অবদান রাখায় ধন্যবাদ এবং মুক্তালয় নাট্যাঙ্গন এর সকল কর্মী সদস্যদের অভিনন্দন জানান।

চন্দন রেজা আমিনুল হক আমীনকে দেশের নাট্যাঙ্গনে অবদান রাখায় এবং দেশের নিবেদিত প্রাণ বিশিষ্ট অভিনয় শিল্পী ও মঞ্চের পেছনের কুশলীদের “মুক্তালয় নাট্যাঙ্গন সম্মাননা পদক”সহ সম্মাননা স্মারক প্রদান করায় শ্রদ্ধার সাথে এমন কর্মকান্ডের প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে থিয়েটার অঙ্গনে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করতে তাঁর নিরলস প্রচেষ্টাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার আহবান জানিয়ে দলের সকল শিল্পী কর্মী কুশলীর প্রতি শুভেচ্ছা জানান।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর সেক্রেটারী জেনারেল কামাল বায়েজীদ আমিনুল হক আমীন এর মতো নিবেদিত প্রাণ থিয়েটার ব্যক্তিত্বকে সরকারের পৃষ্ঠপোষকতা করার দাবী করে বলেন, সরকার এবং সমাজের প্রভাব প্রতিপত্তশালিদের পৃষ্ঠপোষকতাহীন নাট্যাঙ্গনে টিকে থাকা যেখানে দুরুহ ব্যপার সেখানে শক্তিমান অভিনেতা আমিনুল হক আমীন টেলিভিশন ও চলচ্চিত্রের তারকা অভিনেতা হয়ে অর্থোপার্জনের দিকে নিয়োজিত না করে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো এ দেশের থিয়েটারকে দেশের সর্বোচ্চ মর্যাদায় প্রতিষ্ঠা করার কাজে মনোনিবেশ করেছেন।

কিন্তু এ দেশের তোষামোদি সংস্কৃতি ব্যক্তিত্বকে একুশে পদক প্রদান করলেও আমিনুল হক আমীনকে একুশে পদক বা রাষ্ট্রীয় কোন স্বীকৃতি প্রদান করা হবে না বলে হতাশা ব্যক্ত করেন। এই ২৫ বছরে মুুুুুুক্তালয় নাট্যাঙ্গনের ১১ টি নাটকের দুইশতাধিক মঞ্চায়নে বিষ্ময় প্রকাশ করে কামাল বায়েজীদ বলেন এতো প্রতিবন্ধকতা সত্বেও মুক্তালয় নাট্যাঙ্গনের এই সফল কর্মযজ্ঞের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দলের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক শেখ আলাউদ্দিন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর সম্পাদক প্রচার মাসুদ আলম বাবু, কার্যকরী সদস্য এইচ আর অনিক, নওশীন ইসলাম দীশা, আন্তর্জাতিক সম্পাদক চঞ্চল সৈকত, অনুষ্ঠান সম্পাদক খন্দকার শাহ্ আলম, বিশিষ্ট অভিনেতা আব্দুল আজিজ, বাচিক শিল্পী ও উচ্চারণ প্রশিক্ষক মীর বরকত তিনি চমৎকার একটি রসযুক্ত আবৃত্তিও পরিবেশন করেন।

পদক প্রদান পর্বে আরো উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন থিয়েটার ব্যক্তিত্ব ও অভিনেতা তাপস সরকার, থিয়েটারের অশোক রায় নন্দী, ইউনিভার্সেল থিয়েটারের দিন ইসলাম শ্যামল, রঙ্গনা নাট্যগোষ্ঠির জিয়াউল হাসান জিয়া, কাঁচখেলা রেপার্টরী থিয়েটারের ওয়াহিদুল ইসলাম, গ্রন্থিক নাট্যগোষ্ঠীর মতিউর রহমান রানা, খেয়ালী নাটগোষ্ঠীর শাহীন আহমেদ, মতিঝিল থিয়েটারের মকলেস এবং দেশের অন্যতম কবি সংগঠন জাতীয় কবিতা মঞ্চের সভাপতি বিশিষ্ট কবি মাহদুল নিজামীসহ ঢাকার নাট্যাঙ্গন এর বিশিষ্ট নাট্যব্যক্তিবর্গ।

প্রীতি আলোচনার পর ২য় পর্বে মুক্তালয় নাট্যাঙ্গন এর নতুন প্রযোজনা আমিনুল হক আমীন রচিত ও নির্দেশীত “চতুর ভোলা” স্বল্পদৈর্ঘ্য একটি নাটক মঞ্চায়ন হয়। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে স্বাধীনতার ৫০ বছরের অঙ্গীকার- ঘুষখোর দূর্ণীতিবাজ, দাঙ্গাবাজ, লুটেরা নির্মূল করার অঙ্গীকার, নাটকটির মূল প্রতিপাদ্য বিষয়। এতে অভিনয় করে মিলনায়তনপূর্ণ দর্শকের মনে অনাবিল আনন্দের ঢেউ তুলে দিলেন যাঁরা তাঁরা হলেন ভোলা চরিত্রে- আমিনুল হক আমীন, মিতালী- শেফালী কুসুম, ছিনতাইকারী- আমিরুল লিপন এবং মা চরিত্রে দেশের বিশিষ্ট অভিনেত্রী রীনা রহমান।

পূর্ব ঘোষিত “মুক্তালয় নাট্যাঙ্গন সম্মাননা পদক ২০২১” জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট অভিনেত্রী নার্গিস পারিবারিক কাজে আটকে পড়ায় সম্মাননা গ্রহন করতে পারেন নি। কিন্তু তিনি এতে অনুতপ্ত হয়ে ৩ ডিসেম্বর ২০২১ তারিখ মুক্তালয় নাট্যাঙ্গন এর দিলু রোডের অফিসে এসে মুক্তালয় নাট্যাঙ্গন এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক মঞ্চ, টেলিভিশন, বেতার ও চলচ্চিত্র অভিনেতা, নাট্যকার, নির্দেশক আমিনুল হক আমীন এর হাত থেকে “মুক্তালয় নাট্যাঙ্গন সম্মাননা পদক ২০২১” গ্রহণ করেন।

মুক্তালয় নাট্যাঙ্গন “সম্মাননা স্মারক” প্রদান করা হয় মঞ্চের পেছনের কুশলী লাইট ডিজাইনার সবুজ ভূঁইয়া, আবকর হোসেন, সেট ডিজাইনার মো: সেলিম, মেক আপ আর্টিস্ট আলতাফ মাহমুদ সুবল এবং রেবতী দাসকে।

প্রাণবন্ত থিয়েটার আড্ডার ফাঁকে ফাঁকে চলে সঙ্গীত পরিবেশনা।

সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট লোক সঙ্গীত শিল্পী সরদার রহমাতুল্লাহ, শ্যামল বিশ্বাস, আনিকা, শিশু শিল্পী রাইমা ও মাঈশা এবং একটি মুক্তিযুদ্ধের জারীগান শ্যামল বিশ্বাসেরর পরিচালনায় পরিবেশন করেন মুক্তালয়ে শেফালী কুসুম, আমিরুল লিপন ও আফসানা সেতু। পরিশেষে হালকা আপ্যায়ন শেষে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।

 

 

- Advertisement -

Related Articles

Latest Articles