9.2 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

সংবিধান ছুঁয়ে বিয়ে করলেন তারা!

সংবিধান ছুঁয়ে বিয়ে করলেন তারা! - the Bengali Times
প্রতীকী ছবি

এই বিয়েতে নেই কোনো শাস্ত্রজ্ঞ পুরোহিত, মন্ত্রোচ্চারণ। আগুনকে সাক্ষী রেখে সাতবার ঘোরা পাত্রপাত্রীর? না, তাও ছিল না। এই বিয়ের অভিনবত্ব হলো। ভারতীয় সংবিধানকে সাক্ষী রেখে বিয়ে করলেন দুজনে। ওড়িষার গঞ্জাম জেলায় বিয়ে হলো ২৯ বছরের বিজয় কুমার, ২৭ এর শ্রুতি সাক্সেনার।

বিজয় ওড়িষার বেরহামপুরের বাসিন্দা, শ্রুতি উত্তরপ্রদেশের মেয়ে। দুজনে কাজ করেন চেন্নাইয়ের এক বেসরকারি সংস্থায়। দেশের তিন ভিন্ন রাজ্যের মহাযোগ ঘটেছে বিয়েতে। হয়তো সেজন্যই ভারতবর্ষের মতো বৈচিত্র্যে ভরা দেশের মর্মবস্তুর আধার সংবিধানকে সাক্ষী রেখে শপথ নিলেন দম্পতি।

- Advertisement -

পাত্র শুধু পাত্রীর গলায় মালা পরিয়ে দিলেন, তারপরই সংবিধান ছুঁয়ে নতুন জীবনের শপথ নিলেন তারা। নবদম্পতি অতিথিদের আশীর্বাদ নিয়ে দামি উপহারসামগ্রীর বদলে রক্তদানের আবেদন করলেন। সেই আবেদন মেনে রিসেপশন স্থলের কাছেই বসল রক্তদান শিবির। মরনোত্তর দেহদানের শপথ নিতেও আবেদন করলেন আমন্ত্রিতদের।
বিজয়ের বাবা ড. মোহন রাও জানালেন, ২০১৯ সালে তার বড় ছেলেও পাত্রীপক্ষকে রাজি করিয়ে একই কায়দায় বিয়ে করেছিলেন। এবারও বিজয়ের পরিবার শ্রুতির অভিভাবকদের বুঝিয়ে সম্মতি নেন। ঠিক হয়, প্রচলিত হিন্দু ধর্মীয় রীতিনীতির বদলে সংবিধানের নামে নবদম্পতি শপথ নেবে বিয়েতে।

 

 

- Advertisement -

Related Articles

Latest Articles