12.2 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

অর্ধেক দামে অনলাইনে মোবাইল অর্ডার, মিলল ‘মাটির ডেলা’!

অর্ধেক দামে অনলাইনে মোবাইল অর্ডার, মিলল ‘মাটির ডেলা’! - the Bengali Times
ছবি সংগৃহীত

অনলাইনে মোবাইল কিনলে মিলবে ৫০ শতাংশ ছাড়! এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? তিন হাজার টাকায় মোবাইল ফোনের অর্ডার দিয়েছিলেন। কিন্তু পার্সেল করে বাড়িতে পাঠানো হল মাটির ডেলা!

এমন প্রতারণার ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে জলপাইগুড়িতে। জানা গেছে, জলপাইগুড়ি সদর ব্লকের কুকুরজান এলাকার বাসিন্দা বিজয় দেবনাথ। স্থানীয় একটি চা বাগানে শ্রমিকের কাজ করেন তিনি।

- Advertisement -

দিন কয়েক আগে একটি অচেনা নম্বর থেকে একটি ফোন পান বিজয়। তার দাবি, ওই মোবাইল নম্বরটি দিল্লির। যিনি ফোন করেছিলেন, তিনি ৫০ শতাংশ ছাড়ে মোবাইল বিক্রির কথা বলেছিলেন।

শর্ত একটাই, মোবাইল কিনতে হবে অনলাইনে। সেই মতো ৩ হাজার ৩০০ রুপিতে মোবাইল বুক করেন বিজয়।

এদিন সকালে পার্সেল আসে জলপাইগুড়ি সদর ব্লকের ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসে। বাড়ি থেকে দূরত্ব অনেকটাই। খবর পেয়ে পোস্ট অফিসে চলে যান বিজয়। পার্সেলটি খোলার পরে চক্ষু চড়কগাছ! কোথায় মোবাইল? পার্সেলে রয়েছে মাটির ডেলা!

জিনিউজের খবরে বলা হয়, ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, টাকা ফিরিয়ে দেওয়ার নিয়ম নেই। তবে, লিখিত অভিযোগ জমা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles