14.1 C
Toronto
বুধবার, মে ২৯, ২০২৪

বিচ্ছেদের পরও বন্ধু থাকবে তারা

বিচ্ছেদের পরও বন্ধু থাকবে তারা - the Bengali Times
ছবি সংগৃহীত

অতীতে দেখা গেছে বিচ্ছেদের পর একে অপরের নামে কাদা ছোড়াছুড়ি করতে। বিচ্ছেদের পরও যে সাবেকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যায় তার উদাহরণ হলেন সাবেক ভুবনসুন্দরী সুস্মিতা সেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি শেয়ার করে লিখেছেন, ‘শান্তিই সুন্দর’। প্রেমিক রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের কথা বললেও তার কারণ রেখেছেন আড়ালেই।

- Advertisement -

বলিউডের উঠতি মডেল রোহমানের সঙ্গে তিন বছরের প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন সুস্মিতা সেন। রাখঢাক না করে অনুরাগীদের সে কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমরা শুরু করেছিলাম বন্ধু হিসেবে। আমরা বন্ধুই থাকব। সম্পর্ক অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু ভালবাসা রয়ে গিয়েছে।’

সুস্মিতা স্পষ্ট ভাবে বুঝিয়েছেন, এখন থেকে তারা শুধুই বন্ধু। পূর্বের রসায়ন এখন অতীত। এমন কী হয়েছিলো তাদের সম্পর্কে যে বিচ্ছেদের পথ বেছে নিতে হলো? তা এখনো সবার কাছে অজানা।

সুস্মিতার চেয়ে বয়সে ১৫ বছরের ছোট রোহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের আলাপ হয়। তাদের প্রেম শুরু হয়েছিলো ২০১৮ সাল থেকে।

সুস্মিতা এবং তার দুই মেয়ের সঙ্গে থাকতেন রোহমান। কিন্তু সম্পর্কে ভাঙন ধরতেই অভিনেত্রীর বাড়ি থেকে চলে যান তিনি। কিন্তু সম্পর্ক শেষ হলেও থেকে গিয়েছে বন্ধুত্ব। তাই তিক্ততা নয়, বিচ্ছেদের পরেও নিজের জন্য শান্তি খুঁজে পেয়েছেন সুস্মিতা।

- Advertisement -

Related Articles

Latest Articles