18.4 C
Toronto
শনিবার, আগস্ট ১৩, ২০২২

নারী কর্মীর সঙ্গে অসভ্যতা, বরখাস্ত সিইও’র বড় অঙ্কের জরিমানা চায় ম্যাকডোনাল্ডস

- Advertisement -
২০২০ সালে তার বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছিল

সহকর্মীদের সঙ্গে বিশেষ সম্পর্ক, বোর্ডকে মিথ্যা বলা, নিজের ক্ষমতার অপব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টার মতো গুরুতর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তার ভিত্তিতে বছর দুয়েক আগেই তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ ইস্টারবুককে ছাঁটাই করেছিল ম্যাকডোনাল্ডস।

২০২০ সালে তার বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছিল। এবার সমঝোতার সিদ্ধান্ত নিয়ে ইস্টারবুককে সাড়ে ১০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে বলল যুক্তরাষ্ট্রের ফাস্ট ফুড সংস্থা।

২০১৯ সালে ইস্টারবুকের সঙ্গে একজন সহকর্মীর সম্পর্ক প্রকাশ্যে আসার পরই তদন্ত শুরু করেছিল ম্যাকডোনাল্ডস। সেই তদন্তেই উঠে আসতে থাকে আরও বেশ কয়েকটি গুরুতর বিষয়।

ওই সময় জানা যায়, অফিসে তিনজন সহকর্মীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন ইস্টারবুক। তার ই-মেইল ঘেঁটে প্রমাণও পাওয়া যায়। সংস্থার বহু নারীকে প্রচুর নগ্ন ছবি, পর্ন ভিডিও পাঠাতেন তিনি।

এছাড়া দিনের পর দিন বোর্ডের বৈঠকে মিথ্যা কথা বলেছেন ইস্টারবুক। মামলায় এসব অভিযোগ তুলেছে ম্যাকডোনাল্ডস। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আদালতে গেলে দুই পক্ষেরই সময় নষ্ট হবে। তাই আমরা সমঝোতা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে ক্ষতিপূরণ হিসেবে স্টিভ ইস্টারবুককে সাড়ে ১০ কোটি ডলার ক্ষতিপূরণ গুনতে হবে।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles