21.7 C
Toronto
মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২

আত্মহত্যা ঠেকাতে হোস্টেল থেকে খুলে ফেলা হচ্ছে সিলিং ফ্যান

- Advertisement -

খুলে ফেলা হচ্ছে সিলিং ফ্যান (ছবি-আনন্দবাজার পত্রিকা)

ক্যাম্পাসে শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা ঠেকাতে হোস্টেলের কক্ষ থেকে সিলিং ফ্যান খুলে ফেলছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব সায়েন্সেস (আইআইএসসি)। সিলিং ফ্যান খুলে এমন ফ্যান লাগানো হচ্ছে যা থেকে ঝুলে পড়া কার্যত অসম্ভব।

বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব সায়েন্সেস- ভারতের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান। বিভিন্ন সংস্থার ক্রমতালিকায় দেশের প্রথম সারিতেই তার নাম। এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে আত্মহত্যা করতে না পারেন সেজন্য হোস্টেলে শিক্ষার্থীদের ঘর থেকে সিলিং ফ্যান খুলে এমন ফ্যান লাগানো চলছে।

একটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর আইআইএসসি-র ক্যাম্পাসে চারজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গত বছর এই সংখ্যা ছিল দুই। ১৫ দিনের মধ্যেই হোস্টেল থেকে ফ্যান সরানোর কাজ শেষ হয়ে যাবে।

হোস্টেল থেকে সিলিং ফ্যান খুলে ফেলার উদ্যোগের বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। একটি অভ্যন্তরীণ সমীক্ষায় দেখা গেছে, শতকরা ৮৮ শতাংশ শিক্ষার্থী মনে করেন, সিলিং ফ্যান খুলে অন্য ফ্যান লাগালেই সমস্যার সমাধান হবে না। ৯০ শতাংশ বলছেন, এর কোনো প্রয়োজনই ছিল না। আর ৬ শতাংশ পড়ুয়া মনে করেন, এই পরিবর্তনে তাঁদের কিছু যায় আসে না।

আইআইএসসি-এর শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যেই রয়েছে ‘ওয়েলনেস সেন্টার’। তা আদতে নখদন্তহীন হয়ে পড়েছে বলে শিক্ষার্থীদের মত। তবে কেন্দ্রটির উন্নয়নের কথা গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে বলে জানা গেছে।

কিন্তু খ্যাতনামা এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা রুখতে তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন কিংবা শিক্ষক-শিক্ষার্থীদের কথোপকথনের পথে না গিয়ে সিলিং ফ্যান কেন খুলতে হচ্ছে, সেই প্রশ্নের উত্তর মেলেনি।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles