2.7 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

চীন-পাকিস্তানের দু’দিক থেকে যুদ্ধের আশঙ্কা, উদ্বেগ ভারতের সেনাপ্রধানের

চীন-পাকিস্তানের দু’দিক থেকে যুদ্ধের আশঙ্কা, উদ্বেগ ভারতের সেনাপ্রধানের - the Bengali Times
ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে চীনের বন্ধুত্ব খুবই গভীর হয়েছে। এই আবহে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে চীন ও পাকিস্তানি সেনার মধ্যে যোগসাজশ নিয়ে মুখ খুললেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। চীন এবং পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা ইস্যুতে তিনি বলেন, ‘চীন এবং পাকিস্তানের মধ্যে যে উচ্চ পর্যায়ের যোগসাজশ আছে, তা অস্বীকার করার কোনও অবকাশ নেই। দু’দিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে, এটা সত্যি।’

চীন ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জেনারেল উপেন্দ্র আরও বলেন, ‘আমাদের স্বীকার করতেই হবে যে, চীন এবং পাকিস্তানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে তা প্রায় ১০০ শতাংশ। পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চীন থেকে আসে।’

- Advertisement -

এসময় জম্মু ও কাশ্মীরের সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঘটেই চলেছে বলে দাবি করেন ভারতের সেনাপ্রধান। এর ফলে আগামী দিনে উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনা আগের চেয়ে অনেক কমেছে বলে মনে করেন তিনি।

পরিসংখ্যান তুলে ধরে উপেন্দ্র জানান, ‘২০১৮ সালের পর থেকে কাশ্মীরে সন্ত্রাসমূলক কার্যকলাপের পরিমাণ ৮৩ শতাংশ কমে গেছে। কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ আগের চেয়ে অনেক কমেছে। গত কয়েক বছরে মাত্র ৪৫ জনকে এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে দেখা গেছে।’

পাকিস্তান থেকে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘গত বছরে কাশ্মীরে যত জন জঙ্গিকে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে ৬০ শতাংশই পাকিস্তানের নাগরিক। ফলে প্রতিবেশী দেশের কাছ থেকে অনবরত বহিরাগত হুমকির সম্মুখীন হচ্ছে ভারত। আর নিজেদের চরমপন্থার কারণেই ভুগছে পাকিস্তান। নিজেদের আরও গভীর সঙ্কটে ডুবিয়ে দিচ্ছে তারা। আমরা পাকিস্তানে স্থিতাবস্থা চাই।’

- Advertisement -

Related Articles

Latest Articles