5.6 C
Toronto
সোমবার, মার্চ ২৪, ২০২৫

‘আমি বুড়া হয়ে যাচ্ছি তো আপনাদের কী’, বিয়ের প্রসঙ্গে অহনা

‘আমি বুড়া হয়ে যাচ্ছি তো আপনাদের কী’, বিয়ের প্রসঙ্গে অহনা - the Bengali Times
অহনা রহমান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। মডেলিং দিয়ে ক্যারিয়ায় শুরু করেছিলেন। এরপর নাটকে অভিনয় করে দর্শক মহলে জনপ্রিয়তা অর্জন করেন। সম্প্রতি ওমরাহ্‌ পালন করে এসে বোরকা এবং হিজাব পরিধান শুরু করেছেন তিনি।

এবার বোরকা পরেই রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি শোরুম উদ্বোধন করতে যান অহনা। সেখানে বিভিন্ন কথার মাঝে উঠে আসে বিয়ের প্রসঙ্গ। তখন অভিনেত্রী জানান, বিয়ে না করেই সুখে আছেন তিনি।

- Advertisement -

বিয়ের প্রশ্ন উঠতেই জবাবে অহনা বলেন, ‘আপনারা বিয়ের বাইরে বের হতে পারছেন না তাই না? আচ্ছা বুঝেছি আমি বুড়া হয়ে যাচ্ছি, তো আপনাদের কি? যারা বিয়ে করসেন তারা সুখে থাকেন, যারা করেন নাই তারা করে সুখে থাকেন।

আর যারা করতে চান না তাদেরকে সুখে থাকতে দেন।’

শোরুমের উদ্বোধন করে অহনা বলেন, ‘নাজাত ফ্যাশন সবসময় ব্যতিক্রমী ও মানসম্মত পোশাক সরবরাহের জন্য সচেষ্ট। তাদের বোরকা গুণগত মানে উন্নত এবং দামের দিক থেকেও সাশ্রয়ী। তাদের নতুন আউটলেটের জন্য শুভ কামনা রইল।

তিনি বলেন, ‘আমার কাছে একটু ঢিলেঢালা পোশাক সব সময়ই ভালো লাগে। একটু ফ্যাশনেবল, একটু কমফোর্টেবল বোরকা যারা পরতে চান তাঁরা শোরুমে ঘুরে যেতে পারেন। আপনারা আসেন ভালো লাগবে।’ বোরকা পরে তার নিজেরও খুব ভালো লাগছে বলে জানান এই অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles