0.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

যুব মহিলা লীগ নেত্রী বিথি গ্রেপ্তার

যুব মহিলা লীগ নেত্রী বিথি গ্রেপ্তার - the Bengali Times
যুব মহিলা লীগ নেত্রী বিথি 

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় কুমিল্লার উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য তানিয়া সুলতানা বিথিকে গ্রেপ্তার করছে পুলিশ।

তিনি স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যাসহ একাধিক মামলার আসামি।

- Advertisement -

শনিবার (৮ মার্চ) দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার ছোট আলমপুর মাস্টার বাড়ির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বিথি কুমিল্লার উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য। তিনি দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর মাস্টার বাড়ির মোখলেছুর রহমানের মেয়ে।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও ৫ আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যাসহ মোট ছয়টি মামলার আসামি বিথি। ৪ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় তার। সরকার পতনের পর থেকে বিথি আত্মগোপনে ছিলেন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার এসআই মাজারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। তিনি দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সক্রিয় সমর্থক ছিলেন।

ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, তানিয়া সুলতানা বিথিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় মোট ছয়টি মামলা রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles