8.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

ম্যারাডোনার মৃত্যুতে নতুন রহস্য! মাফিয়াদের ভয়ে চুপ পরিবার

ম্যারাডোনার মৃত্যুতে নতুন রহস্য! মাফিয়াদের ভয়ে চুপ পরিবার - the Bengali Times
সংগৃহীত ছবি

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর প্রকৃত কারণ এখনও অজানা। তার পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছিল। স্ত্রী ক্লদিয়া এবং মেয়ে দালমার অভিযোগের ভিত্তিতে এখনও মামলা চলছে। এসবের মধ্যেই উঠে এসেছে ম্যারাডোনার পরিবারের চাঞ্চল্যকর দাবি। মাফিয়াদের ভয়ে বাবার মৃত্যুর আসল কারণ জানাতে পারছেন না বলে দাবি করেছেন দালমা।

আগামী ১১ মার্চ আর্জেন্টিনার আদালতে ম্যারাডোনার মৃত্যুর মামলার শুনানি রয়েছে। তার আগে মাফিয়াদের হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন প্রয়াত কিংবদন্তি এই ফুটবলারের মেয়ে। এক সাক্ষাৎকারে কাঁদতে কাঁদতে তিনি বলেছেন, ‘মা ভয় পাচ্ছেন। খুব উদ্বিগ্ন রয়েছেন। মাফিয়াদের ভয়ে মুখ খুলতে পারছেন না। কারণ মাফিয়াদের টাকা এবং ক্ষমতা দুই-ই আছে।’

- Advertisement -

‘ওরা (মাফিয়া) সবকিছু নিয়ন্ত্রণ করে। মা আমাকে এসব বলতে নিষেধ করেছেন। কিন্তু আমার পক্ষে চুপ করে থাকা সম্ভব হচ্ছে না। জানি কাদের বিরুদ্ধে লড়াই করছি। সবাই সত্যিটা জানুক, আমি শুধু এটুকু চাই। বাবার জন্যই আমাকে এটা করতে হবে।’ -যোগ করেন তিনি।

ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসক এবং নার্স মিলিয়ে আট জন রয়েছেন অভিযুক্তের তালিকায়। প্রাথমিক তদন্তের পর ২০২১ সালে ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল টিমকে অনুপযুক্ত বলা হয়। চিকিৎসার পদ্ধতি ঠিক ছিল না বলেও বলা হয়।

মাদকসহ বিভিন্ন নেশার দ্রব্যে আসক্ত ছিলেন ম্যারাডোনা। অসুস্থতার কারণে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। তদন্তে জানা যায়, সঠিক চিকিৎসা হলে আরও কিছুদিন বাঁচতে পারতেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক। ২০২০ সালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। এরপর ২০২০ সালের ২৫ নভেম্বর ম্যারাডোনার মৃত্যু হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles