1.3 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

সানা-শোয়েবকে নিয়ে উপস্থাপকের মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়

সানা-শোয়েবকে নিয়ে উপস্থাপকের মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় - the Bengali Times
ছবি সংগৃহীত

রমজানের ‘জিতো পাকিস্তান লিগ (জেপিএল)’ আবারও পর্দায় ফিরেছে। যেখানে সিটি টিম লিডার হিসেবে অংশ নিচ্ছেন সানা জাভেদ, শোয়েব মালিক, শাইস্তা লোধি, আদনান সিদ্দিকী, সরফরাজ আহমেদসহ আরও অনেকে।

তবে এবার আলোচনার কেন্দ্রে শো-এর প্রাণবন্ত উপস্থাপক ফাহাদ মুস্তাফা। সম্প্রতি তিনি সানা জাভেদ ও শোয়েব মালিকের বিয়ে নিয়ে এক ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়!

- Advertisement -

কী বলেছিলেন ফাহাদ মুস্তাফা?

শো-তে একটি গেম সেগমেন্ট চলাকালে সানা জাভেদ মজার ছলে ফাহাদ মুস্তাফাকে বলেন, ‘আমি এখানে ছেলেদের দেখতে পাচ্ছি না, আমাকে কয়েকজন খুঁজে দিতে সাহায্য করুন!’

এর জবাবে ফাহাদ রসিকতার সুরে বলেন, ‘অনেক ছেলেই তো এখানে আছে! ভিড়ের দিকে দেখুন! তবে আর নতুন কাউকে খুঁজে দেব না—আমি তো ইতোমধ্যেই আপনার জন্য একজনকে খুঁজে দিয়েছি!‘

ফাহাদের এই মন্তব্য শুনেই উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়েন! কিন্তু সানা জাভেদ দ্রুত তাকে থামানোর চেষ্টা করেন।

নেটিজেনদের প্রতিক্রিয়া

এদিকে ফাহাদের এই রসিকতাময় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দর্শকদের প্রতিক্রিয়া দুই ভাগে বিভক্ত হয়েছে।

অনেকে ফাহাদের কৌতুককে ‘পারফেক্ট রোস্ট’ বলছেন। অন্যদিকে কিছু দর্শকের মতে, এটি অনুচিত ছিল এবং ব্যক্তিগত বিষয়ে মজা করা উচিত হয়নি।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘সানা জাভেদ এই খোঁচা ডিজার্ভ করতেন!’

আরেকজন বলেছেন, ‘এই বছরে সানার জেপিএলে অংশ নেওয়া উচিত হয়নি। শোয়েব মালিকের ভক্তরা এখনো সানিয়া মির্জাকেই বেশি মনে করছেন!’

এদিকে, শোয়েব মালিকের সমালোচকরা সামাজিক মাধ্যমে সানিয়া মির্জার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন এবং তাকে সমর্থন জানাচ্ছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles