
প্রেমিকাকে পাশে নিয়ে বিবাহবার্ষিকী উদ্যাপন করলেন যুবক! ছবি তোলালেন একে অপরকে জড়িয়ে। স্ত্রীর সামনে হাঁটু মুড়ে গোলাপ তুলে দিলেন বান্ধবীর হাতে। আর স্বামীর প্রেমিকার উপস্থিতি হাসিমুখে মেনে নিলেন যুবকের স্ত্রী।
সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা একটি ভিডিওতে তেমনটাই দাবি করা হয়েছে। ভাইরাল হয়েছে ভিডিওটি। হইচইও পড়েছে। যদিও নেটাগরিকদের একাংশের দাবি, ভিডিওতে স্ত্রী ছাড়া ওই যুবকের সঙ্গে যে নারীকে দেখা যাচ্ছে তিনি ওই যুবকের প্রেমিকা নন। সম্পর্কে বোন বা ভাইয়ের বউ হতে পারেন। অনেকে আবার দাবি করেছেন, বোন বা ভাইয়ের বউ হলে কী করে ওই ভাবে তাঁর হাতে ওই ভাবে গোলাপ তুলে দিলেন যুবক?
আনন্দবাজার অনলাইনে এ নিউজ করা হয়েছে। তাদের দাবি ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিও থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিও দেখা গিয়েছে, গলায় মালা পরে বিবাহবার্ষিকী উদ্যাপন করছেন এক যুগল। তাঁদের মাঝখানে লাল শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন অন্য এক নারী। যুগলের মুখে হাসি থাকলেও তাঁর মুখে দুঃখের ছায়া। এর পর ওই যুগল মহিলাকে কিছু বোঝাতে শুরু করেন। কিছু ক্ষণ পরে নারীকে জড়িয়ে ধরেন যুবক। হাঁটু মুড়ে গোলাপও তুলে দেন। এই দৃশ্য দেখে হাততালি দিয়ে ওঠেন যুবকের স্ত্রী। হাসি ফোটে ‘বান্ধবী’র মুখেও। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে। ভিডিও দাবি করা হয়েছে, লাল শাড়ি পরা নারী যুবকের বান্ধবী এবং যুবকের স্ত্রী-ই তাঁকে বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে।