-2.4 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

মোরসালিনের বিরুদ্ধে যৌতুক চাওয়ার অভিযোগে মামলা করলেন স্ত্রী

মোরসালিনের বিরুদ্ধে যৌতুক চাওয়ার অভিযোগে মামলা করলেন স্ত্রী - the Bengali Times
ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিনের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী সেঁজুতি বিনতে সোহেল। যৌতুক চাওয়ার অভিযোগে আজ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলা করেন সেঁজুতি।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৯শে নভেম্বর শেখ মোরসালিনের সঙ্গে সেঁজুতি বিনতে সোহেলের ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর থেকেই স্ত্রীর কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন মোরসালিন। সেজুতি সেটা না দিলে তাকে মানসিকভাবে চাপ প্রয়োগ করতে থাকেন মোরসালিন। এক পর্যায়ে শারীরিক নির্যাতনও শুরু হয়।

- Advertisement -

এছাড়া একই অভিযোগে আরও বলা হয়, গেলো বছরের ১০শে ডিসেম্বর রাত ১০টার দিকে সেঁজুতির বাবার সাভারের বাসায় যান মোরসালিন। তখন এই ফুটবলারের জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে গেলে সেঁজুতিকে মোরসালিন বলে উঠেন, ‘আমি খাবার খেতে আসিনি, যৌতুকের ২০ লাখ টাকা নিতে এসেছি। ’ তখন সেঁজুতির বাবা–মা মোরসালিনকে অনুরোধ করে বলেছিলেন ২০ লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়ার মতো সামর্থ্য নেই তাদের। এ কথা শোনার পর মোরসালিন উল্টো তাদের গালাগালি এবং হুমকি-ধামকি দিতে থাকেন।

- Advertisement -

Related Articles

Latest Articles