1.1 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

সেলফি তুলতে গিয়ে পুনম পাণ্ডেকে চুমু!

সেলফি তুলতে গিয়ে পুনম পাণ্ডেকে চুমু!

পুনম পাণ্ডে

সিনেমার পর্দায় দেখা যাক না গেলেও বিতর্কে সদাই রয়েছেন পুনম পাণ্ডে। অনেক সময় পুনম নিজেই বিতর্ক তৈরি করেন। এই যেমন কয়েক মাস আগে জরায়ুর ক্য়ানসার নিয়ে সচেতন করতে গিয়ে আচমকাই রটিয়ে দিলেন মৃত্যুর খবর। এ নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড়। ভুয়া মৃত্যুর খবর রটানোয় অভিযোগও হয় পুনমের বিরুদ্ধে। তবে এবার তার সঙ্গে যা ঘটল, তা নিয়ে হইচই কেবল শুরু হলো।

একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি নেটপাড়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন পুনম। হঠাৎ করেই তার পাশে এসে হাজির এক পুরুষ ভক্ত। পুনমের সঙ্গে সেলফি তোলার আবদার করেন সেই ব্যক্তি। পুনম রাজি হতেই মোবাইল নিয়ে ছবি তুলতে গিয়ে পুনমকে চুমু খেতে যান!

- Advertisement -

বিহানবেলা লাগে ভালো পিঠাপুলি খাইতেবিহানবেলা লাগে ভালো পিঠাপুলি খাইতে
এখান থেকেই গণ্ডগোলের শুরু। ভক্তর এমন কাণ্ডে রীতিমতো হতবাক পুনম। নিজেকে বাঁচাতে ভক্তকে দিলেন জোর ধাক্কা। তারপর নিরাপদ জায়গায় আশ্রয় নিলেন। ততক্ষণে পাপারাজ্জিরা ঘিরে ফেলেন সেই ব্যক্তিকে। এই ভিডিও সোশালে ভাইরাল হতেই নেটপাড়ার একাংশ অবশ্য পুরো দোষ ঠেলছেন পুনমের দিকেই।

অনেকের মতে, পুনমের এই চুমু কাণ্ড সাজানো ঘটনা।

- Advertisement -

Related Articles

Latest Articles