10.3 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

সাকিব আগামী মাসেই বাংলাদেশে এসে খেলবেন!

সাকিব আগামী মাসেই বাংলাদেশে এসে খেলবেন! - the Bengali Times
সাকিব আল হাসান

রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। সঙ্গে যোগ হয়েছে বোলিং অ্যাকশনের ত্রুটির জন্য নিষেধাজ্ঞা। সবমিলিয়ে ক্রিকেট ক্যারিয়ার হঠাৎ করেই থমকে গেছে সাকিবের। পরীক্ষা দিয়ে অ্যাকশন শোধরাতে না পারলে বোলিং করতে পারবেন না এবং দেশে ফিরতে পারবেন কিনা সেই নিশ্চয়তা এখন পর্যন্ত নেই। কারণ একটি মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। কিন্তু আগামী মাসেই বাংলাদেশে ফিরে মাঠে নামতে পারেন সাকিব।

আগামী ৩ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। দল গোছানোর কাজ করছে ক্লাবগুলো। শনিবার সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়ে চমকে দিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল। খেলার নিশ্চয়তা পেয়েই তাকে দলে নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন বাদল।

- Advertisement -

অনেক আগে থেকেই বাদলের সঙ্গে সাকিব আল হাসানের বেশ ভালো দহরম-মহরম। তরুন উদীয়মান তারকা যখন সাকিব তখনই তাকে চড়া মূল্যে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে ভিড়িয়েছিলেন বাদল। এবারও তাকেই দলে ভেড়াতে যাচ্ছেন তিনি। তিনিই জানিয়েছেন বোলিং অ্যাকশন ঠিক করতে মার্চেই আবার পরীক্ষা দেবেন সাকিব।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) কার্যালয়ে বাদল নিজে সাকিবের ফর্ম তুলে আনুষ্ঠানিকতা শেষে জমা দিয়েছেন। এ বিষয়ে গণমাধ্যমকে বাদল বলেছেন,‘সবচেয়ে বড় আকর্ষণ সাকিব আল হাসান। আমার সঙ্গে কথা হয়েছে, ও আমেরিকাতেই ছিল। ঘরের ছেলে ঘরে এসেছে, এটাই সবচেয়ে বড় খবর।’

এই মুহুর্তে অবশ্য প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সাকিবের ওপর। এছাড়া রাজনৈতিক সমস্যার কারণে সাকিব বাংলাদেশেই আসতে পারবেন কিনা তা নিয়ে আছে সংশয়। এ বিষয়ে বাদল বলেছেন,‘আমি একটা কথাই স্পষ্ট বলতে চাই আমরা রাজনীতিবিদ সাকিবকে নেইনি, খেলোয়াড় সাকিবকে নিয়েছি। সাকিব দেশের একটা সম্পদ। যা অচিরেই ঝরে যাক আমরা চাই না। আপনারা জানেন যে মোটামুটি সাকিবের ক্যারিয়ারের শুরু থেকেই আমার সঙ্গে ছিল। এখনও আশা প্রকাশ করেছেন আমার সঙ্গে থাকবেন।’

দেশে আসতে পারলেও বোলিং অ্যাকশন এখনও শোধরাতে না পারায় সব ধরণের ক্রিকেটে বোলিংটা নিষিদ্ধই আছে সাকিবের। সেক্ষেত্রে কিভাবে ডিপিএল খেলবেন তিনি? ৩ মার্চ শুরু হওয়ার কথা ডিপিএল। এ বিষয়ে বাদল বলেছেন,‘সে ইংল্যান্ডে রোজার মধ্যে তৃতীয়বার (বোলিং) পরীক্ষা দিতে আসবে। এজন্য সেখানে সে একজন কোচও নিয়েছে। তার সম্মতি পেলে সাকিব পরীক্ষা দেবে এবং সেখানে পাস করলে আশা করি খেলতে পারবে বাংলাদেশে।’

গত বছর মোহামেডান স্পোর্টিং ছেড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলেন সাকিব। এবার ফিরতে চলেছেন রূপগঞ্জে। তবে বাদল যতই বলুন যে সাকিব ডিপিএল খেলতে পারবেন, তা নিয়ে সবার মনে জোরালো সংশয় থেকেই যাচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles