-0.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

ছ্যাঁকা দেওয়া কেবল শুরু, সারাজীবনই দেব: পরীমণি

ছ্যাঁকা দেওয়া কেবল শুরু, সারাজীবনই দেব: পরীমণি - the Bengali Times
শেখ সাদী ও পরীমণি

দেশের আলোচিত নায়িকা পরীমণি ও তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের গুঞ্জন নিয়ে বেশ কিছুদির ধরেই ব্যস্ততায় কাটছে ভক্ত-নেটিজেনদের। এরমধ্যে আবার নতুন করে ‘ঘি ঢাললেন’ পরী নিজেই।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে শেখ সাদীর গাওয়া নতুন গান ‘মনে নাই দয়া’। এই গানটি পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে ছোট একটি ক্যাপশনও দিয়েছেন।

- Advertisement -

পরীর সেই ফেসবুক পোস্টে একজন মন্তব্য করেছেন, এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী।

সেই মন্তব্যের উত্তর দিতেও ছাড়েনি পরীমণি। লিখেছেন, ‘কেবল তো শুরু। সারাজীবনই দেব।’

এদিকে নায়িকার এ পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়েছেন শেখ সাদী নিজেও। তবে এমন ইমোজিতে সন্তুষ্ট হননি পরীমণি, তা মন্তব্যে বোঝা গেছে। পাল্টা মন্তব্যে তিনি লিখেছেন, ‘লাল লাগবে আমার।’

ছয় বছর আগে ‘ললনা’ শিরোনামের গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদী। এরপর নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করতে থাকেন।

শেখ সাদী সম্প্রতি পরীমণির মামলায় জামিনদার হয়ে নতুন করে আলোচনায় এসেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles