0.1 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

ফেসবুকে প্রেম, মানুষটা সঠিক কি না বুঝবেন কীভাবে?

ফেসবুকে প্রেম, মানুষটা সঠিক কি না বুঝবেন কীভাবে?
ছবি সংগৃহীত

জীবনের প্রথম প্রেমের সঙ্গে সংসার করার সৌভাগ্য সকলের থাকে না। কারও কারও জীবনে প্রেম একাধিক বার আসে। কখনও কিশোর বেলায়, আবার কখনও যৌবনে। এখন এমন ঘটনা অনেক হয়ে থাকে। বর্তমানে কেউ রয়েছেন সিচুয়েশনশিপে, আবার কেউ ওপেন রিলেনশনশিপে। অর্থাৎ, একজনের প্রতি দায়বদ্ধ আর কেউ নেই। কাউকে ‘কমিটমেন্ট’ দেওয়ার ঝামেলা নেই, অথচ দিব্যি প্রেম করা যায়। তবে যা-ই হোক দিনের শেষে সঠিক মানুষটার সঙ্গে শান্তিতে থাকাই হলো আসল কথা। কিন্তু সঠিক মানুষ বাছবেন কী ভাবে?

মনের মিল থাকলেই যে মানুষটা আপনার জন্য সঠিক বা ‘পারফেক্ট’, তা কিন্তু নয়। আজকাল মনের মানুষ খুঁজতে অনেকেই ডেটিং অ্যাপের সাহায্য নেন। আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় সঙ্গী খুঁজে পান। কিন্তু মানুষটা আপনার জন্য সঠিক কি না, বুঝবেন কী ভাবে? এ ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে কিছু বিষয়।

- Advertisement -

রাজধানীতে চা-সিগারেট খাওয়া নিয়ে মারামারি, একজনের মৃত্যুরাজধানীতে চা-সিগারেট খাওয়া নিয়ে মারামারি, একজনের মৃত্যু

১) যদি আপনার টেক্সটের রিপ্লাই না দেয়, তা হলে তো কথা বাড়িয়ে আর লাভ নেই। আপনি যদি বারবার কোনও প্রশ্ন করেন, আর মানুষটা যদি উত্তর না দেয়, বুঝবেন তার আপনার প্রতি আগ্রহ নেই। সে আপনাকে গোস্টিং করলে, আপনিও এড়িয়ে যান তাকে।

২) আপনি সিরিয়াস রিলেশনশিপ চান নাকি ক্যাজ়ুয়াল ডেটিং? প্রথম থেকে এ বিষয় স্পষ্ট থাকুন। আপনার পার্টনারও যেন এই বিষয়ে অবগত থাকে। পাশাপাশি আপনার পার্টনার কী চাইছেন, তাও জানার চেষ্টা করুন। সেটা যদি আপনার কাছে স্পষ্ট না হয়, তা হলে সেই সম্পর্কে এগিয়ে লাভ নেই।

৩) তাড়াহুড়ো করবেন না। প্রথম দিন দেখা, দ্বিতীয় দিন সম্পর্ক — এই ভুল করবেন না। আর সামনের মানুষ যদি এই ভুল করে, আপনি সরে আসুন। মানুষটার সঙ্গে আগে ভালো বন্ধুত্ব করুন। দু’জন দু’জনকে চিনুন, জানুন। তার পর একে-অন্যকে ‘কমিটমেন্ট’ দেবেন এবং সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাববেন।

তিস্তা নিয়ে ভারত বুদ্ধিবৃত্তিক প্রতারণা করে আসছে: আলালতিস্তা নিয়ে ভারত বুদ্ধিবৃত্তিক প্রতারণা করে আসছে: আলাল

৪) আলাপ হয়তো ফেসবুকে বা ডেটিং অ্যাপে হয়েছে। প্রতিদিন রাত জেগে কথা বলতে বলতে ভালো লেগে গিয়েছে। কিন্তু সামনাসামনি দেখা করা জরুরি। ভার্চুয়াল জগত থেকে বেরিয়ে সামনাসামনি বসে আড্ডা দিন, প্রেম করুন। নিজেই বুঝতে পারবেন মানুষটার সঙ্গে সম্পর্ক রাখা উচিত কি না।

৫) সামনের মানুষটার যে আপনাকে ভালো লাগবেই এমন কোনও কথা নেই। সুতরাং, ‘না’ শোনার জন্য প্রস্তুত থাকুন। কেউ যদি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করে, তা হলে মেনে নিন এবং জীবনে এগিয়ে চলুন। তবে, অনেক সময় কেউ মুখের ওপর ‘না’ বলে না। তার স্বভাবে সেটা ধরা পড়ে। সে দিকে আপনাকে খেয়াল রাখতে হবে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles