8.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

ফেরদৌসের সাথে ‘নৌকা যার, সবাই তার’ শিরোনামে ভিডিও শেয়ার সোহানা সাবার!

ফেরদৌসের সাথে ‘নৌকা যার, সবাই তার’ শিরোনামে ভিডিও শেয়ার সোহানা সাবার! - the Bengali Times
সোহানা সাবা ও অভিনেতা ফেরদৌস

এখনও সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে যাচ্ছেন ‘আলো আসবেই’ নামের সমালোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকা অভিনেত্রী সোহানা সাবা। গুজব ও মিথ্যা সংবাদে ভরপুর তার ফেসবুক প্রোফাইল।

সোহানা সাবা ছিলেন ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয় সদস্য। যে গ্রুপের ফাঁস হওয়া স্ক্রিনশটে দেখা যায় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস আন্দোলনরত ছাত্র ছাত্রীদের উপর গরম পানি ঢালার কথা বলছেন।

- Advertisement -

‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন ছিলেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। আর এতে যুক্ত ছিলেন শোবিজের অনেক তারকা। এই তালিকায় আছেন সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, জায়েদ খান, সাইমন সাদিক, অভিনেত্রী সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, তানভীন সুইটি, হৃদি হক, আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, চন্দন রেজা, সংগীতশিল্পী শুভ্র দেব, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, খোরশেদ আলম খসরুসহ অনেকে।

সম্প্রতি আজ ১৫ ই ফেব্রুয়ারি আলো আসবেই গ্রুপের বিতর্কিত অভিনেত্রী সোহানা সাবা একটি চার মিনিটের ভিডিও পোস্টকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা চলছে।

পোস্ট করা ভিডিওতে দেখা যায়,বিতর্কিত নায়ক ফেরদৌস সাবাকে উদ্দেশ্য করে বলছে, নৌকা যাকে দেবে সবাই তার। আমার বউ আমাকে সবচেয়ে বেশি এনকারেজ করে এই পলিটিক্সে আসার জন্য। এই ফর্মে কাজ করার জন্য। আমার কাছে ম্যাক্সিমাম মানুষ চায় কি জানো, মনে করি আমার ভোটের এতদিন এক্সপিরিয়েন্স আছে।খালি হাত ধরে বলবে আপনি কথা দেন, আপনি আবার আসবেন।

একটা মেয়ে মাঝবয়সী সে ওইদিন এসে বলল আমি আপনাকে ভোট দেবে।

এই যে অনেক রকম ভোটারদের অনেক রকম কথা শুনছে, তার মধ্যে কি কোনো একটা কথা তোমার মনে গেঁথে গিয়েছে যে এটা হয়তো আমিই প্রতিনিধি হয়ে রাস্তায় না নামলে জানতাম আমি শুনতাম না।

এর ফেরদৌস এর সাথে সাবার কথোপকথোনে সাবেক স্বৈরাচার শেখ হাসিনার গুণগান করতে দেখা যায় নায়ক ফেরদৌস ও সাবাকে।

যেখানে নেটিজেনরা তাঁদের বিভিন্ন মন্তব্য করে যাচ্ছেন।তবে যাচাইয়ে দেখা যায় সাবা যে ভিডিওটি ১৫ই ফেব্রুয়ারি পোস্ট করেছেন সেটি আজকের নয়,অনেক আগের ভিডিও।

নেটিজেনরা মনে করছেন সাবার এই ভিডিও পোস্ট করা উদ্দেশ্য প্রণোদিত।এর মাধ্যমে তিনি স্বৈরাচারের দোসরদের নিয়ে বিতর্ক উস্কে দিতে চাচ্ছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles