11.8 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য, ভালোবাসা জানালেন আসিফ নজরুল

প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য, ভালোবাসা জানালেন আসিফ নজরুল - the Bengali Times
ছবি ভিডিও থেকে নেওয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পুলিশ সদস্যের দায়িত্ব পালন করার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে কাজ করছেন ওই পুলিশ সদস্য। তিনি তার হাতের লাঠি দিয়ে বিক্ষোভকারীদের স্পর্শ না করেই কেবল শব্দ তৈরি করে ছত্রভঙ্গ করে দিচ্ছেন।

- Advertisement -

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই তার প্রশংসা করেন।

ভিডিওটি শেয়ার করে শাহাদাত হোসেন নামের একজন লিখেছেন, ‘এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন। বর্তমান সরকারের কাছে অনুরোধ তাকে বের করে পুরস্কৃত করুন।’

হিমেল চাকমা লিখেছেন, ‘লাঠি আর বডির সংস্পর্শ ছাড়া কিভাবে মিছিল ছত্রভঙ্গ করতে হয় এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন।’

হিমেল চাকমার পোস্টটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল লিখেছেন, ‘এই পুলিশ ভাইটাকে অনেক ভালোবাসা।

তবে, প্রশংসিত ওই পুলিশ সদস্যের পরিচয় জানা যায়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles